মেসেজিং অ্যাপ ‘হাইক’ উধাও, এবার আসছে কী?
মেসেজিং অ্যাপ ডিলিট হয়ে গেলেও ইউজাররা তাঁদের যাবতীয় ডেটা ডাউনলোড করতে পারবেন।
বন্ধ হতে চলেছে হাইক স্টিকার অ্যাপ। ভারতী এন্টারপ্রাইজ অধিকৃত এই সংস্থা সম্প্রতি জানিয়েছে তারা তাদের মেসেজিং অ্যাপ বন্ধ করতে চলেছে। হাইক সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও কেভিন ভারতী মিত্তল গত ৬ জানুয়ারি প্রথম টুইট করে এই খবর প্রকাশ করেন। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে তুলে দেওয়া হয়েছে এই অ্যাপে। আর হোয়াটসঅ্যাপ নিয়ে বিতর্কের মাঝে নতুন করে ভাইরাল হয়েছে কেভিন ভারতী মিত্তলের এই টুইট।
তবে মেসেজিং অ্যাপ ডিলিট হয়ে গেলেও ইউজাররা তাঁদের যাবতীয় ডেটা ডাউনলোড করতে পারবেন। তবে হাইক মেসেজিং অ্যাপ ডিলিট হয়ে গেলেও ওই সংস্থা নতুন অ্যাপ তৈরি করতে চলেছে। এবার ‘ভাইব’ এবং ‘রাশ’ এই দুই অ্যাপের দিকে নজর দিতে চলেছে ভারতী এন্টারপ্রাইজ। এই দুই অ্যাপের ক্ষেত্রেও হাইকের মতো ইমোজি এবং মিনিগেমস থাকবে।
মিত্তল জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় এক লক্ষ লোক ভাইব অ্যাপের জন্য আবেদন করেছেন। অন্যদিকে ‘রাশ’-এর ক্ষেত্রেও জনপ্রিয়তা বাড়ছে। আইওএস ভারসানে পাওয়া যাচ্ছে এই অ্যাপ। খুব তাড়াতাড়ি প্লে স্টোরেও পাওয়া যাবে এই অ্যাপ। যদিও এখনও পর্যন্ত হাইক ডিলিট হওয়ার মূল কারণ এখনও জানা যায়নি।
২০১২ সালে হাইক লঞ্চ হয়েছিল। প্রথম দিকে জনপ্রিয়তা তুঙ্গে ছিল এই অ্যাপের। কিন্তু তারপরই কমতে শুরু করে জনপ্রিয়তা। সেই সময় ইউজারদের কাছে নতুন চমক ছিল হোয়াটসঅ্যাপ। তবে ২০১৬ সালের অগস্ট মাস পর্যন্ত হাইকের ইউজার সংখ্যা ছিল প্রায় ১০০ মিলিয়নের কাছাকাছি। ১০টি আঞ্চলিক ভাষায় মেসেজ পাঠানো যেত এই অ্যাপে।