অ্যামাজন-ফ্লিপকার্টের দুরন্ত অফার, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়

অ্যাম্যাজনের গ্রেট রিপাবলিক ডে সেল এবং ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলের মধ্যে লড়াই এখন হাড্ডাহাড্ডি।

অ্যামাজন-ফ্লিপকার্টের দুরন্ত অফার, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়
কী কী ফোনে ছাড় চলছে
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 8:33 PM

নতুন বছরের প্রথম মাসেই একগুচ্ছ স্মার্টফোনে দুরন্ত অফার নিয়ে হাজির দুই অনলাইন রিটেল সংস্থা। অ্যাম্যাজনের গ্রেট রিপাবলিক ডে সেল এবং ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলের মধ্যে লড়াই এখন হাড্ডাহাড্ডি। দু’ক্ষেত্রেই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোনে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়।

কী কী ফোনে ছাড় দিচ্ছে অ্যামাজন-

স্যামসাং গ্যালাক্সি এম৩১এস, নোকিয়া ৫.৩, ওপ্পো এ৩১ ছাড়াও আইফোন ১২ মিনি-তেও রয়েছে অফার। সেল শুরু হচ্ছে ২০ জানুয়ারি থেকে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। প্রাইম মেম্বাররা ১৯ জানুয়ারি থেকে অফার পাবেন। অর্থাৎ অ্যাম্যাজন গ্রেট রিপাবলিক সেল শুরুর একদিন আগে ১৯ জানুয়ারি রাত ১২টা থেকে এইসব আকর্ষণীয় অফারের পরিষেবা প্রযোজ্য হবে প্রাইম মেম্বারদের জন্য। ওয়ান প্লাস ৮টি এবং স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনের ক্ষেত্রেও রয়েছে ডিসকাউন্ট কুপন। রেডমি মোট ৯ প্রো ম্যাক্স, ভিভো ওয়াই ৩০, ভিভো ভি ২০ সিরিজের ক্ষেত্রে রয়েছে অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট।

অন্যদিকে ওয়ালমার্ট অধিকৃত ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টও বিগ সেভিং ডে সেল আনতে চলেছে। জানুয়ারির ২০ তারিখ থেকে ২৪ পর্যন্ত চলবে এই সেল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যেই এই সেল চালু করতে চলেছে ফ্লিপকার্ট। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ওয়ারেবলস (হেডফোন জাতীয় জিনিস), অন্যান্য অ্যাকসেসরিজ (মাল্টিপল ব্র্যান্ডের ক্ষেত্রে) রয়েছে আকর্ষণীয় অফার। অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টে বিশেষ করে আইফোন ১১ এবং আইফোন এক্সআর-এর ক্ষেত্রে থাকছে ছাড়।

ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে ক্রেতারা নো-কস্ট এএমআই এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে অথবা ইএমআই দিয়ে ফোন কিনলে ১০ শতাংশ আর অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকলে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও businesses purchases with GST invoice-এর ক্ষেত্রে ১৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। আইফোন ১১, আইফোন এক্স-আর, আইফোন এসই, ম্যাকবুক এয়ার ২০১৭— অ্যাপেলের এই সব প্রোডাক্টের ক্ষেত্রেই পাওয়া যাবে হেভি ডিসকাউন্ট।