খুল্লমখুল্লা Aadhaar! অপব্যবহার আর প্রতারণা থেকে বাঁচতে জরুরি এই কাজ
Aadhaar Lock/Unlock: আধার লক করে রাখার অর্থ আপনার বায়োমেট্রিক্স এবং অন্যান্য তথ্য লক করে রাখা। আধার লক করে রাখলে তার অপব্যবহারও কেউ করতে পারবে না। ফলে, প্রতারণার কবল থেকে মুক্ত থাকতে পারবেন আপনি। আজকাল অন্যের আধার ব্যবহার করে প্রতারণা যে ভাবে বাড়ছে, তা থেকে বাঁচতে অত্যন্ত জরুরি আধারের বায়োমেট্রিক্স লক করে রাখা। তার কারণ, আপনার আধার নম্বর কাজে লাগিয়ে যে কেউ, যা খুশি করতে পারে। আর আপনি তার বিন্দুবিসর্গ জানতে পারেন না।
Aadhaar আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু সেই আধার কার্ড যদি কোনও কারণে চুরি বা হারিয়ে যায়, তাহলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। সবথেকে বড় চিন্তার বিষয় হল, আধারের মতো জরুরি নথি যদি ভুল হাতে পড়ে, তাহলে তার অপব্যবহারও হতে পারে। আর সেই অপব্যবহার আটকানোর একটাই উপায় রয়েছে। আপনাকে আধার কার্ড লক করে রাখতে হবে। একমাত্র তার মধ্যে দিয়েই আপনি আধারের অপব্যবহার আটকাতে পারবেন। আবার আপনি চাইলে লক করে রাখা আধার আপনার প্রয়োজনার্থে আনলকও করতে পারবেন। তবে, তার আগে আপনাকে জেনে নিতে হবে আধারের লক ও আনলক কী?
আধার লক ও আনলক
আধার লক করে রাখার অর্থ আপনার বায়োমেট্রিক্স এবং অন্যান্য তথ্য লক করে রাখা। আধার লক করে রাখলে তার অপব্যবহারও কেউ করতে পারবে না। ফলে, প্রতারণার কবল থেকে মুক্ত থাকতে পারবেন আপনি। কিন্তু আধার কার্ড লক করবেন কীভাবে?
আধার লক করার পদ্ধতি (অনলাইন)
* প্রথমে আপনাকে UIDAI ওয়েবসাইট https://uidai.gov.in/ এ যেতে হবে।
* তারপর চলে যান My Aadhaar অপশনে।
* আধার পরিষেবা বিভাগে চলে যান। সেখানে আপনি Aadhaar Lock/Unlock এর অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।
* আপনাকে লক ইউআইডি অপশনে যেতে হবে।
* তারপর আধার কার্ড, পুরো নাম এবং পিন কোড লিখতে হবে।
* এবার আপনাকে Send OTP বাটনে ক্লিক করতে হবে।
* আপনার রেজিস্টার্ড নম্বরে যে ওটিপি আসবে সেটি লিখে সাবমিট করুন।
আধার আনলক করার পদ্ধতি (অনলাইন)
* প্রথমে আপনাকে UIDAI ওয়েবসাইট https://uidai.gov.in/ এ যেতে হবে।
* My Aadhaar অপশনে ট্যাপ করুন।
* আগের মতোই আধার পরিষেবা বিভাগ থেকে আপনি Aadhaar Lock/Unlock এর অপশন পাবেন, সেখানেই আপনাকে ক্লিক করতে হবে।
* এবারে আনলক ইউআইডি অপশনে চলে যান।
* 16 সংখ্যার একটি ভার্চুয়াল আইডি লিখতে হবে।
* এরপর আপনাকে Send OTP বাটনে ক্লিক করতে হবে।
* আপনার রেজিস্টার্ড নম্বরে যে ওটিপি আসবে সেটি দিয়ে সাবমিট করুন।