49 টাকার BSNL প্ল্যান, OTT সাবস্ক্রিপশন অফারের ছড়াছড়ি
BSNL-এর ঝুলিতে রয়েছে মোট তিনটি সিনেমা প্লাস প্ল্যান। সেই প্ল্যানগুলির খরচ হল যথাক্রমে 49 টাকা, 199 টাকা এবং 249 টাকা। এদের মধ্যে সবথেকে কম খরচের প্ল্যান অর্থাৎ 49 টাকার প্ল্যানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের অফার রয়েছে। সেই তালিকায় রয়েছে Lionsgate, ShemarooMe, Hungama এবং EpicON।
এই মুহূর্তে দেশের প্রায় প্রতিটা টেলিকম সংস্থাই তার ব্যবহারকারীদের বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন অফার করে। সেই অফারে পিছিয়ে নেই সরকারি টেলিকম সংস্থা BSNLও। তবে ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের ওটিট অফারগুলি মূলত অ্যাড-অন হিসেবে ফাইবার ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গেই অফার করে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, কাস্টমাররা প্রতি মাসে মাত্র 249 টাকা খরচ করে প্রতিটা ওটিটি প্যাকেরই সুবিধা নিতে পারে। তবে সত্যি কথা বলতে গেলে কী, এই খরচটা আরও কম। একথা অস্বীকার করার উপায় নেই যে, যেত কম খরচের প্ল্যান হবে তার বেনিফিটস ততটাই কম হবে। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, BSNL ব্যবহারকারীরা মোট তিনটি OTT সাবস্ক্রিপশন প্ল্যান পেয়ে যাবেন। সেই প্ল্যানগুলি সম্পর্কেই জেনে নেওয়া যাক।
BSNL সিনেমা প্লাস OTT প্ল্যান
BSNL-এর ঝুলিতে রয়েছে মোট তিনটি সিনেমা প্লাস প্ল্যান। সেই প্ল্যানগুলির খরচ হল যথাক্রমে 49 টাকা, 199 টাকা এবং 249 টাকা। এদের মধ্যে সবথেকে কম খরচের প্ল্যান অর্থাৎ 49 টাকার প্ল্যানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের অফার রয়েছে। সেই তালিকায় রয়েছে Lionsgate, ShemarooMe, Hungama এবং EpicON।
এবারে আসা যাক মাঝারি প্ল্যানে। ফুল প্যাকটি রিচার্জ করতে বিএসএনএল ব্যবহারকারীদের 199 টাকা খরচ করতে হবে। এই প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ZEE5, SonyLIV, YuppTV এবং Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন। তালিকার সর্বশেষ প্ল্যানের খরচ 249 টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে ZEE5 প্রিমিয়াম, SonyLIV প্রিমিয়াম, YuppTV, Shemaroo, Hungama, Lionsgate এবং Disney+ Hotstar সাবস্ক্রাইব করতে পারবেন।
মনে রাখা জরুরি, BSNL-এর সিনেমা প্লাস প্ল্যানগুলি তখনই ভাল, যখন একজন ব্যবহারকারী ফাইবার কানেকশন ব্যবহার করবেন। তার কারণ, ফাইবার কানেকশনের সঙ্গে রেজিস্টার করা আপনার মোবাইলের নম্বরের সঙ্গেই প্ল্যানগুলি অ্যাক্টিভ করে রাখা হবে। তবে আপনি চাইলে একসঙ্গে টিভি, মোবাইলে সহ অন্যান্য ডিভাইস থেকে এই সব ওটিটি প্ল্যাটফর্মগুলির কনটেন্ট উপভোগ করতে পারেন।