AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fever Detector App: ফোন থেকেই চেক করতে পারবেন ডেঙ্গুর জ্বর, এই অ্যাপই করবে থার্মোমিটারের কাজ

Dengue Fever Detector App: আপনাকে এমন একটি অ্যাপের কথা জানানো হবে, যাতে আপনি আপনার শরীরের তাপমাত্রাও চেক করে নিতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি অ্যাপটি থার্মোমিটারের মতো কাজ করবে? একদমই তাই।

Fever Detector App: ফোন থেকেই চেক করতে পারবেন ডেঙ্গুর জ্বর, এই অ্যাপই করবে থার্মোমিটারের কাজ
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 9:00 AM
Share

আজকাল একটুতেই জ্বর আসছে। আর ডাক্তারের কাছে যাওয়া মানেই এক গাদা টেস্ট। তবে এবার একটু জ্বর আসলেই আপনি নিজেই ডেঙ্গু টেস্ট করে নিতে পারবেন। তাও আবার ঘরে বসেই। তার জন্য আপনার স্মার্টফোনটিকে কাজে লাগাতে হবে। আপনাকে এমন একটি অ্যাপের কথা জানানো হবে, যাতে আপনি আপনার শরীরের তাপমাত্রাও চেক করে নিতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি অ্যাপটি থার্মোমিটারের মতো কাজ করবে? একদমই তাই। স্মার্টফোনের অ্যাপ দিয়েই মেপে নিতে পারবেন শরীরের তাপমাত্রা। আর আপনার শরীরে ডেঙ্গু বাসা বেঁধেছে কি না তাও জেনে যেতে পারবেন।

ডেঙ্গু জ্বর শনাক্ত করবে ফিভারফোন অ্যাপ (Feverfone App):

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (UW) গবেষকরা একটি স্মার্টফোনকে থার্মোমিটারে রূপান্তর করতে ‘ফিভারফোন’ অ্যাপ তৈরি করেছেন। এতে আপনি কোনও হার্ডওয়্যার কানেকশন ছাড়াই আপনার জ্বর আছে কি না পরীক্ষা করতে পারবেন। ইউডব্লিউ-এর ছাত্র জোসেফ ব্রেডা গবেষণাটি শুরু করেন।

অ্যাপটি কীভাবে কাজ করবে?

এই অ্যাপটি ফোনে আপনার তাপমাত্রা নিরীক্ষণ করবে। এতে লাগানো সেন্সরটি ডিভাইসের কাছে আসা যে কোনও গরম জিনিসকে সনাক্ত করবে। Feverfone অ্যাপটিকে অন করে কপালের সামনে ধরতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে ফোনের টাচ স্ক্রিনটি কপালের সামনে থাকে। যদি স্ক্রিনে তাপমাত্রার পরিবর্তন হয় তবে জ্বর এসেছে। এই অ্যাপটি ছাড়াও আরও অনেক অ্যাপ রয়েছে।

বডি টেম্পারেচার থার্মোমিটার: এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 10 লাখেরও বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপটি আপনার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে পারে, যাতে সহজেই বোঝা যায় আপনার জ্বর আছে কি না।

বডি টেম্পারেচার অ্যাপ: এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 3.7 রেটিং পেয়েছে এবং এটি এখন পর্যন্ত 5 লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছেন।

থার্মোমিটার ফর ফিভার ট্র্যাকার: শরীরের তাপমাত্রা চেক করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে। এই অ্যাপটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে 1 লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছেন এবং এটি 3.2 রেটিং পেয়েছে।