ভুয়ো Android অ্যাপের রমরমা, গ্রাহকদের সতর্ক করল IRCTC

IRCTC Fake APP: প্রতারকরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টার্গেট করে এবং ফিশিং লিঙ্ক পাঠায়। আর সেই লিঙ্কেই থাকে একটি ভুয়ো IRCTC অ্যাপ। এখন আপনি সেই ভুয়ো অ্যাপ ডাউনলোড করে ফেললেই বিপদ! এ বিষয়ে IRCTC তার গ্রাহকদের ইমেল পাঠিয়ে সতর্ক করেছে।

ভুয়ো Android অ্যাপের রমরমা, গ্রাহকদের সতর্ক করল IRCTC
ভুয়ো অ্যাপ নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করল IRCTC।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 2:16 PM

Android স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করল দ্য ইন্ডিয়ান রেলওয়েল কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ন কর্পোরেশন বা IRCTC। ভারত সরকারের নিজস্ব এই বডি একটি ভুয়ো অ্যাপ ক্যাম্পেন সম্পর্কে তার গ্রাহকদের সতর্ক করেছে। এই ক্যাম্পেনের মাধ্যমে প্রতারকরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টার্গেট করে এবং ফিশিং লিঙ্ক পাঠায়। আর সেই লিঙ্কেই থাকে একটি ভুয়ো IRCTC অ্যাপ। এখন আপনি সেই ভুয়ো অ্যাপ ডাউনলোড করে ফেললেই বিপদ! এ বিষয়ে IRCTC তার গ্রাহকদের ইমেল পাঠিয়ে সতর্ক করেছে। পাশাপাশি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার বা X-এও এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ভারতীয় রেলের কেটারিং ও ট্যুরিজ়ম পরিষেবা।

IRCTC ওই ভুয়ো অ্যাপটির একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। এরকম একটা পরিস্থিতিতে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তাঁরা অফিসিয়াল অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া IRCTC মোবাইল অ্যাপটি ডাউনলোড না করেন। ব্যবহারকারীদের কোনও সন্দেহজনক লিঙ্কেও ক্লিক না করতে অনুরোধ করা হয়েছে। একটি নির্দেশিকায় IRCTC-র তরফে বলা হচ্ছে, “এই ধরনের প্রতারকদের পাল্লায় না পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে গ্রাহকদের। কেবল মাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে IRCTC-র অফিসিয়াল রেল কানেক্ট মোবাইল অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করুন।”

এই ধরনের প্রতারণা সম্পর্কে কোথায় অভিযোগ করবেন?

এই ধরনের কোনও প্রতারণা নজরে এলেই ব্যবহারকারীদের care@irctc.co.in বা IRCTC কাস্টমার কেয়ার হটলাইনে অভিযোগ জানাতে বলা হচ্ছে। কাস্টমার কেয়ারের নম্বর সহ অন্যান্য তথ্যগুলি পাওয়া যাবে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে (www.irctc.co.in)।

তবে এই প্রথম বার যে IRCTC তার গ্রাহকদের সতর্ক করে নির্দেশিকা জারি করছে এমনটা নয়। চলতি বছরের এপ্রিলেই ঠিক এরকমই আর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সে সময় ব্যবহারকারীদের irctcconnect.apk নামক একটি ফাইল থেকে আইআরসিটিসি মোবাইল অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

IRCTC-র তরফে বলা হচ্ছে, এই ম্যালিশিয়াস অ্যাপটি ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো অ্যাপগুলির মাধ্যমে। IRCTC জানিয়েছে, ব্যবহারকারীরা যদি এই APK ফাইলটি ডাউনলোড করেন, তাহলে তা তাঁদের ডিভাইস সংক্রামিত করতে পারে।

তবে শুধুই IRCTC নয়। যে কোনও মোবাইল অ্যাপ সবসময়ই বৈধ কোনও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা উচিত। পাশাপাশি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এমনকি ইমেলে আসাও কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা উচিত নয়।