Deepfake-এর থেকেও ভয়ঙ্কর, ClearFake ভয় ধরাচ্ছে Mac ব্যবহারকারীদের, আসল ছবিকেও হার মানাচ্ছে
ClearFake Alert: খুব সহজে বলতে গেলে, ক্লিয়ারফেক হল ডিপফেকেরই একটা ধরন, যা মেশিন লার্নিং ব্যবহার করে তৈরি করা হয়। এর দ্বারা ছবি বা ভিডিয়োগুলিকে এমনই ভাবে ম্যানিপুলেট বা জেনারেট করা হয়, যাতে সেটিকে এক্কেবারে বাস্তব বলে মনে হয়। ইমেজ স্প্লাইসিং, ফেশিয়াল রিকগনিশন এবং ভয়েস সিন্থেসিসের মতো টেকনিক কাজে লাগিয়ে একটা ছবি বা ভিডিয়ো ক্লিয়ারফেক করা হয়।
2023 সালের প্রথমেই একটি নতুন সাইবার ঝুঁকির ইঙ্গিত দিয়েছিলেন গবেষকরা। সফিস্টিকেটেড সেই ম্যালওয়্যারটি প্রাথমিক ভাবে Apple ব্যবহারকারীদের টার্গেট করছে। এই ম্যালওয়্যারের নাম Atomic MacOS বা AMOS। এই ম্যালওয়্যারটি একবার ভুক্তভোগীর ডিভাইসে ইনস্টল হয়ে গেলে মুহূর্তের মধ্যে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে জালিয়াতরা। ব্যবহারকারীর iCloud কিচেইন পাসওয়ার্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড তথ্য, ক্রিপ্টো ওয়ালেট থেকে নানাবিধ ফাইল পর্যন্ত সম্পূর্ণ রিমোট উপায়ে নিতে পারে ব্যবহারকারীরা। সম্প্রতি একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, সাইবার জালিয়াতরা AMOS নামক ম্যালওয়্যারটি MaC ব্যবহারকারীদের কাছে পাঠাচ্ছে ভুয়ো ব্রাউজ়ার আপডেটের নামে। প্রতারণার এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ‘ক্লিয়ারফেক’ বা ClearFake।
ম্যালওয়্যারবাইটসের রিপোর্ট অনুযায়ী, মূলত Mac ব্যবহারকারীদেরই ক্লিয়ারফেক পদ্ধতির সাহায্য নিয়ে AMOS ম্যালওয়্যার পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে ক্লিয়ারফেক প্রতারণা পদ্ধতিটি উইন্ডোজ় সিস্টেমে চালিয়েই সাইবার অ্যাটাক করা হত। মূলত, ভুয়ো সাফারি এবং ক্রোম আপডেটের নামে এই প্রতারণা পদ্ধতিটি প্রয়োগ করা হত। এমনই সব ওয়েবসাইটকে টার্গেট করা হত, যাদের সিস্টেমে কিছু গলদ রয়েছে এবং তাদের ক্রমবর্ধমান নেটওয়ার্ককে কাজে লাগিয়ে প্রতারকরা ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল, স্পর্শকাতর একাধিক তথ্য হাতানোর চেষ্টা করে।
ক্লিয়ারফেক কী
খুব সহজে বলতে গেলে, ক্লিয়ারফেক হল ডিপফেকেরই একটা ধরন, যা মেশিন লার্নিং ব্যবহার করে তৈরি করা হয়। এর দ্বারা ছবি বা ভিডিয়োগুলিকে এমনই ভাবে ম্যানিপুলেট বা জেনারেট করা হয়, যাতে সেটিকে এক্কেবারে বাস্তব বলে মনে হয়। ইমেজ স্প্লাইসিং, ফেশিয়াল রিকগনিশন এবং ভয়েস সিন্থেসিসের মতো টেকনিক কাজে লাগিয়ে একটা ছবি বা ভিডিয়ো ক্লিয়ারফেক করা হয়। ভুয়ো তথ্য ছড়ানো থেকে শুরু করে ভুয়ো খবর এবং মানুষের ছদ্মবেশী রূপ তৈরি করার জন্য ক্লিয়ারফেক পদ্ধতি কাজে লাগানো হয়।
সুরক্ষিত থাকতে কী করবেন
ডিপফেকের থেকেও ক্লিয়ারফেক আরও বড় প্রতারণা। এই পদ্ধতিতে একটা ছবি বা ভিডিয়োকে এতটাই বাস্তবসম্মত করা যায় যে, আসলের পাশে রাখার পরেও নকল বুঝতে যথেষ্ট সমস্যা হয়। তাই, সতর্ক থাকা জরুরি। সতর্ক থাকতে মাথায় রাখুন:-
1) অবিশ্বস্ত, অজ্ঞাত এবং অযাচিত সোর্স থেকে সফটওয়্যার ডাউনলোড বন্ধ করুন। MaC সিস্টেমের সেটিংস থেকে সরাসরি সাফারি আপডেট করুন বা ক্রোম অ্যাপ থেকে গুগল ক্রোম আপডেট করুন।
2) MacOS গেটকিপার সুরক্ষা বাইপাস করার অনুরোধ এলেও সতর্কতা অবলম্বন করুন। যদি কোনও অ্যাপ্লিকেশন আপনাকে এই সুরক্ষাগুলি বাইপাস করার অনুরোধ করে, তাহলে রিপোর্ট করুন।
3) Mac অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড বন্ধ করুন। একান্ত যদি তা করতেও হয়, তাহলে কবে সেই অ্যাপ তৈরি করা হয়েছিল, আদৌ বৈধ কি না, এই সব বিষয়গুলিও খতিয়ে দেখুন।
4) অপারেটিং সিস্টেম এবং সফ্টওয়্যার আপ টু ডেট রেখে দিন।