Geyser Safety Tips: শীতে গিজ়ার চালানোর আগে এই কাজ না করলে বিদ্যুৎ বিল আসবে প্রচুর

Geyser Using Tips: সব সময় গিজ়ার চালানোর আগে বিশেষ কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন। নাহলে ফেটে যেতে পারে আপনার দামি গিজ়ারটি। আবার কখনও কখনও জল গরম হতে দেরি হলেও এই কাজগুলি করতে পারেন। এমনকি এই টিপসগুলি মেনে চললে আপনার ইলেকট্রিক বিলও বেশি খরচ হবে না।

Geyser Safety Tips: শীতে গিজ়ার চালানোর আগে এই কাজ না করলে বিদ্যুৎ বিল আসবে প্রচুর
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 1:16 PM

শীত আসার সঙ্গে সঙ্গেই গরম জলের ব্যবহার শুরু করে দিয়েছেন। সাত সকালে স্নান করার আগেই গিজ়ারটা চালিয়ে দিচ্ছেন। কিন্তু আদৌ সেটিকে ঠিকভাবে ব্যবহার করছেন তো? নিজের অজান্তেই এমন কিছু ভুল করে বসছেন না তো, যার কারণে বড় কোনও বিপদ ঘটে যেতে পারে। সব সময় গিজ়ার চালানোর আগে বিশেষ কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন। নাহলে ফেটে যেতে পারে আপনার দামি গিজ়ারটি। আবার কখনও কখনও জল গরম হতে দেরি হলেও এই কাজগুলি করতে পারেন। এমনকি এই টিপসগুলি মেনে চললে আপনার ইলেকট্রিক বিলও বেশি খরচ হবে না। চলুন দেখে নেওয়া যাক।

জল ছাড়া গিজার চালু করবেন না-

জল ছাড়া গিজার চালানো উচিত নয়। গিজারের ভিতরে একটি গরম করার উপাদান রয়েছে, যা জলকে গরম করে। এই গরম করার উপাদানটি তখনই কাজ করে যখন এটি জলের সংস্পর্শে আসে। যদি গিজারটি জল ছাড়াই চালানো হয়, তবে গরম করার উপাদানটি জল ছাড়াই উত্তপ্ত হতে থাকে। ফলে গিজ়ারটি গরম হয়ে ফেটে যেতে পারে।

জলে যাতে প্রচুর খনিজ ও লবণ না থাকে-

গিজারে এমন জল ব্যবহার করুন, যাতে প্রচুর পরিমাণে খনিজ ও লবণ নেই। এর কারণ হল হার্ড ওয়াটারে প্রচুর পরিমাণে খনিজ ও লবণ জমতে থাকে। যখন এই খনিজ এবং লবণগুলি গিজারের ভিতরে উত্তপ্ত হয়, তখন তারা স্কেল তৈরি করে। স্কেল একটি সাদা চক জাতীয় পদার্থ। গিজারের ভিতরে তা জমতে থাকলে, জল সহজে গরম হতে চায় না। অর্থাৎ গিজারের কার্যক্ষমতা কমে যায়। গিজার গরম করতে বেশি বিদ্যুৎ খরচ হয়।

অনেকক্ষণ ধরে গিজার চালু রাখবেন না-

দীর্ঘক্ষণ গিজার চালু রাখলে শুধু বিদ্যুৎ বিলই বাড়ে না, গিজারের ওপর চাপ পড়ে। এতে গিজার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই জল গরম হয়ে যাবে চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়ার।

গিজারের কাছে জল রাখবেন না-

গিজারের কাছে জল থাকলে সকেটে জল যাওয়ার আশঙ্কা থাকে। এতে শর্ট সার্কিট ও আগুন লাগতে পারে। তাই ভেজা জায়গায় কোনওভাবেই গিজ়ার ইনস্টল করবেন না।