Fridge Care In Rain: বর্ষাকালে বাড়ির ফ্রিজে এই সব কাজ ভুলেও করবেন না, নইলে সব শেষ!

Fridge Care Tips: অনেকের বাড়িতেই ফ্রিজ আছে, কিন্তু তা ব্যবহার করার সঠিক উপায় অনেকেই জানেন না। তার উপরে এই বর্ষায় ফ্রিজের যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে আপনি আপনার অজান্তেই এমন কিছু করে বসবেন, যাতে ফ্রিজটি একেবারের জন্য খারাপ হয়ে যাবে।

Fridge Care In Rain: বর্ষাকালে বাড়ির ফ্রিজে এই সব কাজ ভুলেও করবেন না, নইলে সব শেষ!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 9:15 AM

Fridge Care In Monsoon: আজকাল প্রায় সব বাড়িতেই ফ্রিজ রয়েছে। আর এই প্রচণ্ড গরমে ফ্রিজ ছাড়া কোনও উপায়ও নেই। একটুতেই খাবার খারাপ হয়ে যাচ্ছে। অনেকের বাড়িতেই ফ্রিজ আছে, কিন্তু তা ব্যবহার করার সঠিক উপায় অনেকেই জানেন না। তার উপরে এই বর্ষায় ফ্রিজের যত্ন নেওয়া প্রয়োজন। শুধু ফ্রিজ নয়, এয়ার কন্ডিশনার, টেলিভিশন সব কিছুর দিকেই নজর রাখতে হবে। নাহলে আপনি আপনার অজান্তেই এমন কিছু করে বসবেন, যাতে ফ্রিজটি একেবারের জন্য খারাপ হয়ে যাবে। তাই আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনি বুঝতে পারবেন বর্ষায় ফ্রিজটি কীভাবে ব্যাবহার করবেন।

বর্ষায় সাবধানে ফ্রিজ ব্যবহার করুন:

বর্ষায় ফ্রিজের শত্রু হল সবচেয়ে বেশি আর্দ্রতা।আর সেই আদ্রতা থেকেই আসে ব্যাকটেরিয়া। অতিরিক্ত আর্দ্রতার কারণে ফ্রিজে অদ্ভুত গন্ধ হতে পারে। এছাড়া বৃষ্টির সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ না দিলে আপনার খাবারেও জীবাণু হতে পারে। ফলে দেওয়ালের সঙ্গে একদম লাগিয়ে ফ্রিজ রাখবে না। চেষ্টা করবেন কিছুটা দূরত্বে রাখার।

সময় মতো পরিষ্কার করুন:

বর্ষায় বিভিন্ন সমস্যা এড়াতে, আপনার রেফ্রিজারেটরের দরজার সিলে যেন কোনও ফাঁক বা ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ষাকালে ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না। সেই সব কিছু এড়িয়ে চলুন এবং প্রতি 4-6 দিন অন্তর ফ্রিজ চেক করুন।

এছাড়াও অতিরিক্ত বৃষ্টিতে ফ্রিজের মেন সুইচ বন্ধ রাখাই ভাল। এতে কানেকশনে কোনও রকম সমস্যা দেখা দেবে না। এছাড়াও খেয়াল রাখুন, আপনার ফ্রিজটি ঠিকভাবে ঠান্ডা হচ্ছে কি না।

বর্ষাকালে ফ্রিজ পরিষ্কার করার জন্য ফ্রিজের সব তাক বের করে হালকা গরম জল ও সাবানের মিশ্রন নিন এবং ভালভাবে পরিষ্কার করুন। এতে আপনার ফ্রিজের ভেতরের ময়লা এবং ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যাবে। সম্ভব হলে ফ্রিজে একটি লেবু কেটে রেখে দিন। এতে কোনও রকম গন্ধ হবে না।