পুজোয় বাড়িতে বসে জমিয়ে ওয়েব সিরিজ দেখবেন? সাবস্ক্রিপশন খরচ বাড়ানোর পথে Netflix
Netflix Price Hike: কোম্পানি পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার পর Netflix মোট 6 মিলিয়ন গ্রাহক হারিয়েছে। যখন পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা ছিল, তখন Netflix ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 100 মিলিয়ন। কোম্পানিটি আশা করছে শীঘ্রই সব গ্রাহক ফিরে পাবে।

জনপ্রিয় OTT কোম্পানি Netflix শীঘ্রই তার সাবস্ক্রিপশন খরচ বাড়াতে পারে। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন পরেই একটি বৈঠক করতে চলেছে কোম্পানিটি। আর সেখানেই নতুন দাম ঘোষণা করতে পারে। কোম্পানি পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার পর Netflix মোট 6 মিলিয়ন গ্রাহক হারিয়েছে। যখন পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা ছিল, তখন Netflix ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 100 মিলিয়ন। কোম্পানিটি আশা করছে শীঘ্রই সব গ্রাহক ফিরে পাবে। তবে এই সুবিধা বন্ধ করার পিছনে কোম্পানির আসল কারণই ছিল গ্রাহকের সংখ্য বৃদ্ধি করা। তবে তা হয়নি। পরিণতি হয়েছে উল্টো।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বার্নস্টেইন বিশ্লেষকদের মতে, নেটফ্লিক্স এখন মানুষের মধ্যে একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ অবসর সময় মানেই বহু সংখ্যক মানুষ Netflix-এ চোখ রাখছে। এমতাবস্থায় যেকোনও বড় কোম্পানিই এটা চাইবে যে, এত সংখ্যক গ্রাহক যেন অব্যাহত থাকে। চলতি অক্টোবরের শুরুতে, একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যাতে বলা হয়েছিল যে হলিউড অভিনেতাদের ধর্মঘট শেষ হওয়ার পরে সংস্থাটি দাম বাড়াতে পারে। হলিউড অভিনেতারা দীর্ঘদিন ধরে ধর্মঘটে ছিলেন এআই বাজারে প্রবেশের ফলে শিল্পে যে প্রভাব ফেলবে, তা নিয়ে। তবে এবার সেই ধর্মঘট শেষ হয়েছে।
2022-এ Netflix গ্রাহকদের সংখ্য বাড়ানোর জন্য জন্য একটি বিজ্ঞাপন-সাপোর্টেড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। এর দাম প্রতি মাসে $6.99 (প্রায় 578 টাকা)। তবে এবার কোম্পানিটি শীঘ্রই বিজ্ঞাপন-মুক্ত প্ল্যানের দাম বাড়াতে পারে, যাতে আরও বেশি মানুষ বেস প্ল্যানে স্যুইচ করে। এতে শুধু কোম্পানির ব্যবহারকারীর সংখ্যাই বাড়বে না, বিজ্ঞাপনও বাড়বে। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার পরে, আরও বেশি লোক কোম্পানির বিজ্ঞাপন মুক্ত প্ল্যানে স্যুইচ করেছে। অর্থাৎ সেই প্ল্যানে বিজ্ঞাপন দেখানো হয় না। তবে বিজ্ঞাপন-সাপোর্টেড সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কতটা বাড়বে, তা এখনই বলা যাচ্ছে না। কোম্পানিটির আসন্ন বৈঠকে এই তথ্য জানা যাবে।





