Android ফোনে আসছে লসলেস USB অডিও, যুগান্তকারী ফিচার সম্পর্কে যা জানা জরুরি
Lossless USB Audio On Android: স্মার্টফোন ব্যবহারকারীরা এর মাধ্যমে দুর্ধর্ষ অডিও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আসলে এই ফিচারটি বিট-পারফেক্ট অডিও প্লেব্যাক অফার করছে, যা ডিভাইসের অডিও মিক্সার, প্রসেসিং ইফেক্ট-সহ আরও অনেক কিছু বাইপাস করতে পারে। ফলে, ব্যবহারকারীরা এক্কেবারে অরিজিনাল ফর্মে যে কোনও মিউজ়িক শুনতে পারবেন।

Google সম্প্রতি তার লসলেস USB অডিওর ঘোষণা করেছে। Android 14 অপারেটিং সিস্টেমের বিটা 2 ভার্সনে এই ফিচারটি দেখা গিয়েছে। তারপরই বিশ্বের টেকমহলে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়েছে। টেক উৎসাহীরা জানতে উৎসুক, কী এই লসলেস USB অডিও? নাম থেকে একটা বিষয় পরিষ্কার যে, স্মার্টফোন ব্যবহারকারীরা এর মাধ্যমে দুর্ধর্ষ অডিও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আসলে এই ফিচারটি বিট-পারফেক্ট অডিও প্লেব্যাক অফার করছে, যা ডিভাইসের অডিও মিক্সার, প্রসেসিং ইফেক্ট-সহ আরও অনেক কিছু বাইপাস করতে পারে। ফলে, ব্যবহারকারীরা এক্কেবারে অরিজিনাল ফর্মে যে কোনও মিউজ়িক শুনতে পারবেন।
Google এর মধ্যেই নিশ্চিত করে জানিয়েছে যে, লসলেস USB অডিও ফিচারটি খুব শীঘ্রই একটা বড় রেঞ্জের অ্যান্ড্রয়েড ডিভাইসে দেওয়া হবে। অর্থাৎ বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনই এই ফিচারটি পেতে চলেছে। গুগলের ভিপি অফ ইঞ্জিনিয়ারিং ডেভ বুর্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রেডিটে এই খবরটি জানিয়েছেন। সেখানে Ask Me Anything বা AMA সেশনের সময় এই বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, অডোফিল-গ্রেড ফিচারটি একটা বড় অংশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল।
তবে গুগলের Pixel 8 সিরিজ়েই এই ফিচারটি প্রথম দেওয়া হবে। Pixel 8 এবং 8 Pro এই দুটি ফোনেই লসলেস ইউএসবি অডিও ফিচারটি দেওয়া হবে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। তবে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার পৌঁছে দিতে অ্যাপ ডেভেলপারদের লসলেস অডিও ইন্টিগ্রেশনের জন্য নতুন API-এর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এই ফিচারটি একবার রোলআউট হয়ে গেলেই ইউজ়াররা সরাসরি নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে হেডফোন কানেক্ট করে লসলেস অডিওর অভিজ্ঞতা নিতে পারবেন। আর এই ফিচার যখন তাঁরা ব্যবহার করবেন, তখন মিক্সিং, ভলিউম অ্যাডজাস্টমেন্ট বা প্রসেসিং ইফেক্ট ইত্যাদির প্রয়োজন হবে না।
অ্যামাজ়ন মিউজ়িক বা অ্যাপল মিউজ়িকের মতো প্ল্যাটফর্মগুলিতে লসলেস মিউজ়িক স্ট্রিমিং অফার করা হয়। কয়েক দিনের মধ্যেই স্পটিফাইও এই ফিচার রোলআউট করবে। তাই, Android 14 ব্যবহারকারীরা যাঁরা এই স্ট্রিমিং সার্ভিসগুলি ব্যবহার করেন, তাঁদের জন্য সবথেকে সুবিধাজনক হবে। যদিও এই ফিচার রোলআউটের রিলিজ় ডেট সম্পর্কে এখনও জানা যায়নি।
একটা বিষয় পরিষ্কার যে, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে Android 14-র রোলআউট শুরু হলেই লসলেস ইউএসবি অডিও ফিচারটি পৌঁছে যাবে। তবে সে যবেই আসুক না কেন, ভবিষ্যতের মোবাইল অডিও টেকনোলজির জন্য ফিচারটি যুগান্তকারী হতে চলেছে।





