বিনা পাসওয়ার্ডে এবার WhatsApp লগইন, কীভাবে করবেন?
WhatsApp Latest Feature: Passkey ব্যবহার করতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা পিন দিয়ে ডিভাইস আনলক করে রাখতে হবে। প্রথাগত পাসওয়ার্ডের তুলনায় এই বন্দোবস্ত যে শুধুই 40% অধিক দ্রুত তা-ই নয়। তার থেকেও বড় কথা হল, এই ধরনের সিকিওরিটি ব্যবস্থা ক্রিপ্টোগ্রাফির উপরে নির্ভরশীল, যা ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করে।

Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তার ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি একটি ফিচার চালু করে দিল। সেই ফিচারের সাহায্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। তাহলে কী করে লগইন করবেন? পাসওয়ার্ডের বদলে নিয়ে আসা হয়েছে পাসকী। এতদিন ধরে হোয়াটসঅ্যাপে যে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে লগইন ব্যবস্থাটি চালু ছিল, তার পরিবর্তেই নিয়ে আসা হচ্ছে পাসওয়ার্ড ছাড়া পাসকীর দ্বারা এই লগইন ফিচার।
অনেক দিন ধরেই WhatsApp ব্যবহারকারীরা অভিযোগ করে আসছিলেন। তাঁদের দাবি, টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে এই লগইনের ফিচারটি মোটেই সুরক্ষিত নয়। গ্রাহকদের সেই অভিযোগের ভিত্তিতেই এই নয়া ফিচারটি লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। X-এ এই ফিচারের ঘোষণা করে WhatsApp লিখছে, “অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজে অত্যন্ত নিরাপদে পাসকীর মাধ্যমে লগইন করতে পারবেন। কেবল আপনার ফেস, ফিঙ্গারপ্রিন্ট এবং পিনই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনলক করতে পারবে।”
Passkey ফিচারটি নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে WhatsApp। এতদিন ধরে তা ডেভেলপমেন্টের পর্যায়ে থাকার পরে অতঃপর সব ব্যবহারকারীদের ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। যদিও iPhone ব্যবহারকারীরা তাঁদের WhatsApp অ্যাকাউন্ট থেকে এই ফিচার আদৌ ব্যবহার করতে পারবেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, Passkey ব্যবহার করতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা পিন দিয়ে ডিভাইস আনলক করে রাখতে হবে। প্রথাগত পাসওয়ার্ডের তুলনায় এই বন্দোবস্ত যে শুধুই 40% অধিক দ্রুত তা-ই নয়। তার থেকেও বড় কথা হল, এই ধরনের সিকিওরিটি ব্যবস্থা ক্রিপ্টোগ্রাফির উপরে নির্ভরশীল, যা ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করে।
WhatsApp-এ Passkey কীভাবে সক্রিয় করবেন?
1) প্রথমেই আপনাকে ফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলে সেটিংস মেনুতে যেতে হবে।
2) Account অপশনে ট্যাপ করুন।
3) ‘Passkeys’ অপশনটি সিলেক্ট করুন।
4) এবারে ‘Create A Paakey’ বেছে নিন।
5) এখানে আপনাকে একটি পপআপ দেখানো হবে, যেখানে পাসকী-র ফাংশন সম্পর্কে বলা হবে।
6) ‘Continue’তে ট্যাপ করুন।
7) গুগল পাসওয়ার্ড ম্যানেজার থেকে একটি নোটিফিকেশন আসবে। হোয়াটসঅ্যাপের জন্য পাসকী তৈরি করতে চান কি না, তা-ই জিজ্ঞেস করা হবে আপনাকে।
8) ফের ‘Continue’ করুন এবং ‘Use Screen Lock’ অপশনটি বেছে নিয়ে ফোনের মতোই লগইন করুন। এরপরই আপনাকে হোয়াটসঅ্যাপ পাসকী দেখানো হবে।





