এখন ChatGPT ব্যবহার করা যাবে ফোনেই, আপনি কি ইউজ় করতে পারবেন? জেনে নিন

ChatGPT For Mobile: এখনও পর্যন্ত শুধুমাত্র ওয়েবেই ChatGPT অ্যাক্সেস করা যেত। অনেক ব্যবহারকারীর দাবি ছিল যে, তারা স্মার্টফোনে চ্যাট জিপিটি অ্যাপ চায়। OpenAI তাদের এই চাহিদা পূরণ করেছে।

এখন ChatGPT ব্যবহার করা যাবে ফোনেই, আপনি কি ইউজ় করতে পারবেন? জেনে নিন
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 10:38 AM

ChatGPT for iPhone: বিগত এক দু’বছর ধরে OpenAI-এর ChatGPT আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে রয়েছে। Google থেকে শুরু করে Microsoft -এর মতো কোম্পানিগুলির রাতের ঘুম কেড়ে নিয়েছে, এমনটা বললে খুব একটা ভুল কিছু বলা হবে না। ChatGPT কে পিছনে ফেলতে তারাও একের পর এক উন্নত মানের AI Chatbot নিয়ে আসছে। ChatGPT-র প্রতিদ্বন্দ্বী Bard-কে অনেক আগেই বাজারে নিয়ে এসেছিল Google। ভারতের গুগল ব্যবহারকারীরাও এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটটি ব্যবহার করতে পারেন। সেই সঙ্গেই Bard-এ একাধিক নতুন ফিচার্সও যোগ করেছে Google। তবে এই সব কিছুর পরেও একটুও পিছনে ফেলতে পারছে না ChatGPT কে। OpenAI একের পর এক নতুন ফিচার এনে হাজির করছে। সেই সঙ্গে এমন একটি সুবিধা নিয়ে এসেছে, যাতে ChatGPT প্রচুর মানুষের কাছে পৌছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কী সেই সুবিধা?

এখনও পর্যন্ত শুধুমাত্র ওয়েবেই ChatGPT অ্যাক্সেস করা যেত। অনেক ব্যবহারকারীর দাবি ছিল যে, তারা স্মার্টফোনে চ্যাট জিপিটি অ্যাপ চায়। OpenAI তাদের এই চাহিদা পূরণ করেছে। OpenAI মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone ব্যবহারকারীদের জন্য ChatGPT অ্যাপ চালু করেছে। অ্যাপটি বর্তমানে শুধুমাত্র অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। তবে এটি পরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। শুধু তাই নয়, অন্যান্য দেশেও অ্যাপটি চালু করা হবে। কোম্পানি জানিয়েছে, যারা OpenAI-এর ChatGPT Plus সাবস্ক্রিপশনের সদস্য, তারা অ্যাপের মাধ্যমে ChatGPT ব্যবহার করতে পারবেন। এমনকি GPT-4-ও ব্যবহার করতে পারবেন। এছাড়া ভয়েস ব্যবহার করেও প্রশ্ন করা যাবে।

OpenAI-এর তরফে এক প্রতিবেদনে জানানো হয়েছে, Apple-এর iOS-এর জন্য ChatGPT অ্যাপে কোনও বিজ্ঞাপন থাকবে না। এর মানে আপনি অ্যাপে বিজ্ঞাপন দেখতে পাবেন না। কোম্পানির তরফে বলা হয়েছে, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রোলআউট শুরু করছি এবং আগামী সপ্তাহগুলিতে অন্যান্য দেশগুলিতেও প্রসারিত হবে।” OpenAI একটি ব্লগ পোস্টে নতুন অ্যাপ সম্পর্কে ঘোষণা করেছে। যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনেও ChatGPT ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে আপনার ব্রাউজারে OpenAI ChatGPT সার্চ করতে হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে, আপনি শুধুমাত্র ব্রাউজারে ChatGPT ব্যবহার করতে পারেন।