স্মার্ট টিভিও বাড়িয়ে দেয় বিদ্যুতের বিল, খরচ বাঁচাতে টিভি দেখুন এই উপায়ে

Smart TV Using Tips: আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি সব সময় স্মার্ট টিভি ব্যবহার করলেও সামান্য একটু বিল আসবে। চলুন জেনে নেওয়া যাক।

স্মার্ট টিভিও বাড়িয়ে দেয় বিদ্যুতের বিল, খরচ বাঁচাতে টিভি দেখুন এই উপায়ে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 4:44 PM

অনেকেই বাড়িতে স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইস রাখতে চায়। কিন্তু বৈদ্যুতিক বিলের কথা মাথায় রেখেই কিনে উঠতে পারেন না অনেকে। ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের বিলও। স্মার্ট টিভি থেকে শুরু করে এসি, সব কিছুই ব্যবহার করার সময় একটাই চিন্তা করেন, যে মাসের শেষে ইলেকট্রিক বিল কত আসবে? কখনও কি ভেবে দেখেছেন, আপনার সাধের স্মার্ট টিভিটি কত ইউনিট ইলেকট্রিক বিল খরচ করে? আবার এমনও হতে পারে, আপনি প্রায় প্রতিদিনই এমন কিছু ভুল করেন, যার জন্য বিল বেশি আসে। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি সব সময় স্মার্ট টিভি ব্যবহার করলেও সামান্য একটু বিল আসবে। চলুন জেনে নেওয়া যাক।

প্রয়োজন না পড়লে টিভি বন্ধ রাখুন:

বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন ছাড়াই ঘরের স্মার্ট টিভিটি চলতে থাকে। আপনারও যদি এই অভ্যাস থাকে, তাহলে আজই ছাড়তে হবে। আপনি যদি আপনার বিদ্যুৎ খরচ কমাতে চান, তাহলে যখন প্রয়োজন পড়বে না, টিভিটি বন্ধ করে রাখবেন।

স্মার্ট ফিচার বন্ধ করুন:

বর্তমানে স্মার্ট টিভিগুলিতে প্রচুর ফিচার দেওয়া হয়। আর তাতে বিদ্যুৎ খরচ আরও বেশি হয়। আপনি চাইলে স্মার্ট ফিচারগুলি বন্ধ করে রাখতে পারেন। সব সময় টিভির সব স্মার্ট ফিচারের প্রয়োজন পড়ে না। আপনি যদি মনে করেন যে, টিভিটিকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখার দরকার নেই, তবে সেই কানেকশন বন্ধ করুন। আপনি যদি ডিভাইসের সব ফাংশন ব্যবহার করতে না চান, সেক্ষেত্রেও বন্ধ করে রাখতে পারেন। এতে আপনার ইলেক্ট্রিক পাওয়ার খরচও কমবে।

HDR অপশন বন্ধ রাখুন:

হাই রেঞ্জের টিভিগুলি বেশি বিদ্যুৎ খরচ করে। অনেক টিভিতে HDR-এর অপশন থাকে। এই ফিচারের কাজ হল আপনার ডিসপ্লেটি আরও সুন্দর করে তোলা, যাতে আপনি ঝকঝকে ছবি দেখতে পান। আপনার যদি মনে হয়, এই ফিচারের প্রয়োজন নেই। তবে তা বন্ধ করে রাখতেই পারেন। এতে বিদ্যুৎ খরচ কম হবে।

ব্রাইটনেস কমিয়ে রাখুন:

আপনি যখনই লাইট জ্বালিয়ে টিভি দেখবেন, চেষ্টা করবেন টিভির ব্রাইটনেসটি কমিয়ে রাখার। ব্রাইটনেস কম রাখলে বিদ্যুৎ খরচও কম হবে।