Jio SpaceFiber: দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করল Jio, কী সুবিধা?

Jio SpaceFiber vs Starlink: ভারতে প্রথম কোনও সংস্থা হিসেবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার শুভ সূচনা করল Jio। এদিকে আবার বিশ্বে এই পরিষেবাই অফার করে ইলন মাস্কের সংস্থা Starlink। তারাও ভারতে তাদের ব্যবসা শুরু করার অনুমতি পেয়ে গিয়েছে। খুব শীঘ্রই হয়তো স্টারলিঙ্কও তার পরিষেবার শুভারম্ভ করবে ভারতে। কিন্তু তার কয়েক প্রহর আগে মোক্ষম চাল চালল মুকেশ আম্বানির টেলিকম সংস্থা।

Jio SpaceFiber: দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করল Jio, কী সুবিধা?
মাস্কের Starlink-এর পথের কাঁটা?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 4:48 PM

নয়াদিল্লির ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2023 ইভেন্ট থেকে দেশবাসীকে বড় উপহার দিল Reliance Jio। ভারতের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক গিগাফাইবার সার্ভিসের ঘোষণা করল মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই Jio SpaceFiber-এর ক্ষমতা প্রদর্শন করে দেখাল মুকেশ আম্বানির সংস্থা। এই নতুন Jio SpaceFiber ভারতীয়দের হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা অফার করবে। দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট এক কথায় ভাবাই যায় না, সেখানেই স্যাটেলাইট ভিত্তিক এই গিগাফাইবার পরিষেবা দিতে চলেছে Reliance Jio।

Jio SpaceFiber কী?

খুবই কম খরচে দেশের প্রতিটা প্রান্তে Jio SpaceFiber পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রাথমিক ভাবে ভারতের দূরবর্তী চারটি স্থানে এই স্যাটেলাইট ভিত্তিক গিগাফাইবার পরিষেবা পাওয়া যাবে- গুজরাতের গির, ছত্তীসগঢ়ের কোরবা, ওড়িশার নবরঙ্গপুর এবং অসমের জোরহাটে।

স্পেসফাইবার পরিষেবা সম্পর্কে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলছেন, “Jio ভারতে লক্ষ লক্ষ মানুষের বাড়ি এবং সংস্থাকে প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটের অভিজ্ঞতা দিতে সাহায্য করেছে। JioSpaceFiber-এর সাহায্যে আমরা এমন লাখ-লাখ মানুষকে কভার করতে পারব, যাঁরা ইন্টারনেটের নাগালেই নেই। এই পরিষেবা প্রত্যেকটা জায়গায়, প্রতিটা মানুষকে অনলাইনে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এবং বিনোদন পরিষেবাগুলিতে গিগাবিটের অ্যাক্সেস সহযোগে নতুন ডিজিটাল সোস্যাইটিতে প্রবেশ করার দরজাটা খুলে দেবে।”

শুক্রবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে জিও প্যাভিলিয়নে আকাশ আম্বানি তার নতুন প্রযুক্তি অর্থাৎ জিও স্পেস ফাইবার সহ রিলায়েন্স জিও-র দেশি প্রযুক্তি ও প্রোডাক্টগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখান। এই মুহূর্তে দেশের প্রায় 450 মিলিয়ন কনজ়িউমারকে হাই স্পিড ব্রডব্যান্ড ফিক্সড লাইন এবং ওয়্যারলেস সার্ভিস অফার করছে Jio। সেই সব কিছুই সম্ভব হয়েছে JioFiber এবং JioAirFiber-এর কারণেই। আর এবার JioSpaceFiber-এর মাধ্যমে মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি আরও একটা বড় অংশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট পৌঁছে দিতে চাইছে, যেখানে হয়তো কোনও দিনই মোবাইল নেটওয়ার্কই পৌঁছতে পারেনি।

Starlink-এর পথের কাঁটা

ভারতে প্রথম কোনও সংস্থা হিসেবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার শুভ সূচনা করল Jio। এদিকে আবার বিশ্বে এই পরিষেবাই অফার করে ইলন মাস্কের সংস্থা Starlink। তারাও ভারতে তাদের ব্যবসা শুরু করার অনুমতি পেয়ে গিয়েছে। খুব শীঘ্রই হয়তো স্টারলিঙ্কও তার পরিষেবার শুভারম্ভ করবে ভারতে। কিন্তু তার কয়েক প্রহর আগে মোক্ষম চাল চালল মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। আগেই জানা গিয়েছিল, ভারতে Starlink-এর স্যাটেলাইট ইন্টারনেট চালু হলে তার খরচ প্রাথমিক ভাবে খানিকটা বেশিই হবে। কিন্তু Jio প্রথম থেকেই জানিয়ে দিয়েছে, JioSpaceFiber ভারতীয়দের কাছে পৌঁছে দেওয়া হবে এক্কেবারে সাশ্রয়ী মূল্যেই।