AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp-এ এবার HD কোয়ালিটির ভিডিয়ো, কীভাবে পাঠাবেন?

WhatsApp HD Video: কয়েক দিন আগেই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য HD ছবি শেয়ার করার ফিচারটি নিয়ে এসেছিল। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রেই ফিচারটি লাইভ হয়ে গিয়েছে। তার কয়েক দিনের মধ্যেই HD কোয়ালিটির ভিডিয়ো পাঠানোর মতোও ফিচার যোগ করা হল হোয়াটসঅ্যাপে।

WhatsApp-এ এবার HD কোয়ালিটির ভিডিয়ো, কীভাবে পাঠাবেন?
HD ভিডিয়োর মজা এবার হোয়াটসঅ্যাপে।
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 1:08 PM
Share

WhatsApp ব্যবহারকারীরা এবার থেকে HD কোয়ালিটির ছবিও পাঠাতে পারবেন। এর অর্থ হল, হোয়াটসঅ্যাপে কোনও ভিডিয়ো পাঠাতে গুগল ডকের লিঙ্ক বা অন্যান্য ফাইল ট্রান্সফার অ্যাপের লিঙ্ক পাঠানোর দরকার হবে না। প্রসঙ্গত, কয়েক দিন আগেই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য HD ছবি শেয়ার করার ফিচারটি নিয়ে এসেছিল। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রেই ফিচারটি লাইভ হয়ে গিয়েছে। তার কয়েক দিনের মধ্যেই HD কোয়ালিটির ভিডিয়ো পাঠানোর মতোও ফিচার যোগ করা হল হোয়াটসঅ্যাপে।

কীভাবে WhatsApp-এ HD ভিডিয়ো পাঠাবেন

খুব সহজ একটা ফিচার। ব্যবহারকারীদের প্রথমে সেই ফাইল সিলেক্ট করতে হবে, যেটি তাঁরা পাঠাবেন। সেন্ড বাটন পাঠানোর আগে উপরে ‘HD’ আইকন দেখতে পাবেন। এখানে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি থেকে রেজ়োলিউশন HD-তে পরিবর্তন করতে পারবেন। বাই-ডিফল্ট ফিচারটি সক্রিয় হয়ে যাবে। যদিও হাই রেজ়োলিউশনে ছবির মতোই ভিডিয়ো পাঠাতে গেলেও বেশি ডেটা খরচ হবে এবং স্টোরেজও বেশি খরচ হবে।

এদিকে আবার ইউজ়াররাও নিজেদের পছন্দমাফিক রেজ়োলিউশন বেছে নিয়ে ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফ থেকে বলা হচ্ছে, “আপনার ব্যান্ডউইধ কানেক্টিভিটি কম থাকার সময় আপনি যদি কোনও ছবি পেতে চান, তাহলে আপনি ফটো-বাই-ফটোর ভিত্তিতে বেছে নিয়ে স্ট্যান্ডার্ড ভার্সনটিকে HD-তে আপগ্রেড করে নিতে পারেন।”

নির্দিষ্ট সময়ান্তরে ব্যবহারকারীদের অ্যাপ আপডেটের মাধ্যমে HD কোয়ালিটির ভিডিয়ো পাঠানোর ফিচারটি ধাপে ধাপে রোলআউট করা হবে। আপনি এখনই একবার ফোন থেকে WhatsApp আপডেট করে দেখতে পারেন, সেখানে HD কোয়ালিটির ভিডিয়ো পাঠানো সাপোর্ট করছে কি না। আবার, হোয়াটসঅ্যাপ তার ওয়েব ভার্সনেও HD কোয়ালিটির ছবি ও ভিডিয়ো পাঠানোর ফিচার নিয়ে কাজ করছে। তবে কেউ চাইলে এখন ছবি বা ভিডিয়ো HD কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।

চলতি বছরেরে শুরু থেকেই একের পর এক ফিচার রোলআউট করে চলেছে হোয়াটসঅ্যাপ। ভিডিয়ো কলের সময় স্ক্রিন শেয়ারিং ফিচার থেকে শুরু করে মাল্টি-ফোন কানেক্টিভিটি অপশন সহ একাধিক জরুরি ফিচার রয়েছে তালিকায়।