সুখবর! WhatsApp স্টেটাস এবার Insta স্টোরিতে শেয়ার করতে পারবেন, কীভাবে?
WhatsApp Status On Instagram: স্টেটাস আপডেট ফেসবুকে শেয়ার করার ক্ষমতা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ সেটিকে ইনস্টাগ্রামে শেয়ার করার ক্ষমতাভারও ব্যবহারকারীদের হাতে তুলে দিতে কাজ করছিল। ভবিষ্যতের কোনও আপডেটে এই ফিচারটি রোলআউট করা হবে। রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে, ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামে কাদে দেখাতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।
এতদিন ধরে ইচ্ছা সত্ত্বেও যে কাজটা WhatsApp-এ করতে পারতেন না, সেটাই আপনি এবার করতে পারবেন। মার্ক জ়াকারবার্গের মেটা তাদের দুই সর্বাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম তথা WhatsApp ও Instagramকে ইন্টিগ্রেট করছে। আর তার দৌলতেই এবার ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিজ়ে শেয়ার করতে পারবেন। ফিচারটি এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যাপের লেটেস্ট বিটা ভার্সনে ফিচারটি প্রথম লক্ষ্য করা যায়। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করে নিতে পারবেন তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটগুলি ইনস্টাগ্রামে শেয়ার করবেন কি না। পাশাপাশি স্টেটাস আপডেটটি ইনস্টা স্টোরিজ়ে শেয়ার করার পরে তা নিয়ন্ত্রণও (কাকে দেখাবেন, কাকে দেখাবেন না) করতে পারবেন ইউজাররা।
WABetaInfo তাদের রিপোর্টে বলছে, “ধন্যবাদ জানাতে হয় অ্যান্ড্রয়েড 2.23.25.20 আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনটিকে, যা এখন গুগল প্লে স্টোরে রয়েছে। সেখান থেকেই আমরা জানতে পেরেছি, হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ইনস্টাগ্রামে শেয়ার করার জন্যও এবার একটা অতিরিক্ত অপশন যোগ করা হচ্ছে।”
রিপোর্ট অনুযায়ী, স্টেটাস আপডেট ফেসবুকে শেয়ার করার ক্ষমতা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ সেটিকে ইনস্টাগ্রামে শেয়ার করার ক্ষমতাভারও ব্যবহারকারীদের হাতে তুলে দিতে কাজ করছিল। ভবিষ্যতের কোনও আপডেটে এই ফিচারটি রোলআউট করা হবে। রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে, ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামে কাদে দেখাতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।
WhatsApp স্টেটাস ইনস্টাগ্রামে শেয়ার করার এই ফিচার যে শুধু ব্যবহারকারীদের সময় বাঁচাবে তা নয়। তার পাশাপাশি আবার দুই প্ল্যাটফর্মের মধ্যে কনটেন্ট ভাগ করে নেওয়ার নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিকতাও উন্নত করতে সক্ষম হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, ফিচারটি ঐচ্ছিক। ব্যবহারকারীদের নিজেদের পছন্দ অনুযায়ী এই ফিচারটিকে সক্রিয় বা নিষ্ক্রিয় করে রাখতে পারেন।