দরকারি Google Calendar অ্যাপ এই সব ফোনে অকেজো, তালিকায় আপনারটিও?

Google Calendar Update: সিকিওরিটির কথা মাথায় রেখেই এমনতর পরিবর্তন করা হচ্ছে। পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনের ফোনগুলি আর রেগুলার আপডেট পাবে না। বিশেষ করে কোনও সিকিওরিটি আপডেট তো আর পাবেই না। ফলে সিস্টেমে গলদ দেখা দিলে সাইবার হানা হতে পারে এবং ডেটা লসের মতো ঘটনা ঘটতে পারে। সেই জায়গায় নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি সিকিওরিটি থেকে শুরু করে যাবতীয় সব সিস্টেম আপডেটই পাবে।

দরকারি Google Calendar অ্যাপ এই সব ফোনে অকেজো, তালিকায় আপনারটিও?
এই কাজ না করে রাখলে আর ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন না!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 6:10 PM

Google Calendar এই মুহূর্তের অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যাপ। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, কম্পিউটার হোক বা মোবাইল সর্বত্রই ডেট শিডিউল করা থেকে ম্যানেজ, সবক্ষেত্রেই গুগল ক্যালেন্ডারের বিকল্প কিছু হয় না। কিন্তু একটু পুরনো Android ডিভাইস যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্যই এই অ্যাপ ব্যবহার কিছুটা সমস্যার হতে চলেছে। গুগল ক্যালেন্ডার অ্যাপের (v 2023.46.0-581792699-রিলিজ়) এক্কেবারে নতুন ভার্সনটিতে একটি ফ্ল্যাগ দেখানো হচ্ছে। সেখানে লেখা হয়েছে, ‘আনসাপোর্টেড অপারেটিং সিস্টেম_এনাবলড্’। এখান থেকে একটা বিষয়ে পরিষ্কার হওয়া গিয়েছে যে, আউটডেটেড অপারেটিং সিস্টেমগুলি (অ্যান্ড্রয়েড 7.1 বা তার নিচে) থেকে অ্যান্ড্রয়েড ওরিয়ো (8.0) বা তার পরবর্তী ভার্সনে আপডেট না করিয়ে নিলে আর Google Calender অ্যাপ ব্যবহার করা যাবে না।

এমন পরিবর্তনের কারণ

সিকিওরিটির কথা মাথায় রেখেই এমনতর পরিবর্তন করা হচ্ছে। পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনের ফোনগুলি আর রেগুলার আপডেট পাবে না। বিশেষ করে কোনও সিকিওরিটি আপডেট তো আর পাবেই না। ফলে সিস্টেমে গলদ দেখা দিলে সাইবার হানা হতে পারে এবং ডেটা লসের মতো ঘটনা ঘটতে পারে। সেই জায়গায় নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি সিকিওরিটি থেকে শুরু করে যাবতীয় সব সিস্টেম আপডেটই পাবে। ফলে, সম্ভাব্য ঝুঁকি এড়ানো ব্যবহারকারীদের পক্ষে সহজ হয়ে যাবে।

ইন্ডাস্ট্রি প্র্যাকটিস

সেই দিক থেকে দেখতে গেলে বিষয়টি সাধারণ এবং প্রায়শই তা ঘটতে থাকে। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে সিস্টেমের জন্য লেটেস্ট সফটওয়্যার আপডেট নিয়ে আসে ডেভেলপাররা। তার ফলে ব্যবহারকারীরা যেমন আপ টু ডেট থাকেন, তেমনই আবার তারা নানাবিধ নতুন ফিচার্স ব্যবহারেরও সুযোগ পেয়ে যান। এখন সেই সফটওয়্যার আপডেট একাধিক ডিভাইসে সাপোর্ট করে না।

কী করতে পারেন ব্যবহারকারীরা

এই ধরনের সমস্যা যে সব ব্যবহারকারীরা পড়েছেন, তাঁদের সবার প্রথমেই সফটওয়্যার আপডেট করে নিতে হবে। এই মুহূর্তে তাঁদের মোবাইলে যে ক্যালেন্ডার অ্যাপটি রয়েছে, সেটিতে গিয়ে অটো আপডেট বা পুরনো ভার্সন ইনস্টল বন্ধ করে রাখতে পারেন। তাছাড়া তাঁরা ডিভাইসটিকে Android 8 Oreo বা তার পরবর্তী অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট করে নিলেই গুগল ক্যালেন্ডার অ্যাপ ব্যবহার করতে পারেন।

তারপরেও যদি কিছু ব্যবহারকারীর ফোনে আপডেট না আসে, সেক্ষেত্রে তাঁদের নতুন ফোন কেনা ছাড়া অন্য কোনও উপায় নেই। একমাত্র তার মধ্যে দিয়েই ফোনের এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।