AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Software Update: ফোনে সফটওয়্যার আপডেট দেখেও উপেক্ষা করছেন? ঘটতে পারে এই ভয়ানক কাণ্ড

Mobile Software Update: যখনই আপনার ডিভাইসে সফ্টওয়্যার আপডেট করার জন্য কোনও পপআপ আসবে, তখনই আপডেট করে নেওয়া প্রয়োজন। এতে আপনার ডিভাইসে কী কী সুবিধা দেখা যায়?

Software Update: ফোনে সফটওয়্যার আপডেট দেখেও উপেক্ষা করছেন? ঘটতে পারে এই ভয়ানক কাণ্ড
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 12:29 PM
Share

স্মার্টফোন, ল্যাপটপ কংবা অন্য কোনও ডিভাইস, সব কিছুতেই সময়ে সময়ে সফ্টওয়্যার আপডেট করা প্রয়োজন। এই আপডেটটি OTA (ওভার দ্য এয়ার) করা হয় এবং কোম্পানিগুলি সময়ে সময়ে তা প্রকাশ করে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কেন বার বার একটি ডিভাইসে সফ্টওয়্যার আপডেট করতে হয়? এই আপডেটগুলির কারণে, আপনার ডিভাইসটি ভালভাবে চলতে পারে এবং আপনার সুরক্ষা আগের থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই যখনই আপনার ডিভাইসে সফ্টওয়্যার আপডেট করার জন্য কোনও পপআপ আসবে, তখনই আপডেট করে নেওয়া প্রয়োজন। এতে আপনার ডিভাইসে কী কী সুবিধা দেখা যায়?

বাগ ফিক্স:

কোনও সফটওয়্যারই বাগ বা ত্রুটি থেকে পুরোপুরি মুক্ত নয়। কিন্তু যতটা সম্ভব বাগ থেকে দূরে রাখাই প্রয়োজন। সফ্টওয়্যার আপডেট করার পরে আপনার ডিভাইসে আর কোনও সমস্যা থাকে না। অনেকেই জানেন না, বাগ কী? বাগ আসলে, এমন কিছু সমস্যা যা সফ্টওয়্যার আপডেট না করার ফলে সেই ডিভাইসে বাসা বাঁধে। এতে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই যেমন ডিভাইসটি আগের তুলনায় ধীরে চলে। কখনও আবার ভাইরাসও ঢুকে যায়।

সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে:

অন্য সফ্টওয়্যার, হার্ডওয়্যার বা সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য যে কোনও ডিভাইসের নতুন আপডেটের প্রয়োজন হয়। নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেট করলে আরও অনেক নতুন ফিচারও পাওয়া যায়। ফলে ডিভাইসটি আগের তুলনায় আরও অনেক বেশি উন্নত হয়ে যায়।

যে কোনও সমস্যার সমাধান করে:

যদি ফোন বা ল্যাপটপের কথা বলা হয়, তাহলে অনেক সময় খেয়াল করে দেখবেন, আপনার ফোনে বা ল্যাপটপে বিভিন্ন সমস্যা দেখা যায়। একটু ব্যবহার করার পরেই তা গরম হয়ে যায়। আবার অনেক সময় খুব ধীরে কাজ করতে শুরু করে। এর একটাই কারন, সেটা হল আপনি দীর্ঘদিন তাতে আপডেট করেননি। ফলে এই সব সমস্যা দেখা দিচ্ছে এক এক করে। আপনার উচিত যখনই কোনও নতুন আপডেট আসবে, তখনই কিছুক্ষণ সময় নিয়ে ল্যাপটপ বা ফোনটি আপডেট করে নেওয়া।