Vodafone Idea Offers: দৈনিক 1.5GB ডেটার সঙ্গে 5GB ফ্রি, VI দিচ্ছে দুর্দান্ত অফার

Vodafone Idea Plan: আপনি দৈনিক 1.5 জিবি ডেটা, কলিং এবং এসএমএস পাবেন। আর সঙ্গে 5 জিবি অতিরিক্ত ডেটাও পেয়ে যাবেন। এছাড়াও, Vi ​​Movies এবং TV-তে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে, আপনি Vi অ্যাপের মাধ্যমে OTT স্ট্রিম করতে পারবেন।

Vodafone Idea Offers: দৈনিক 1.5GB ডেটার সঙ্গে 5GB ফ্রি, VI দিচ্ছে দুর্দান্ত অফার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 2:03 PM

Vodafone Idea কোম্পানিটির তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য অনেকগুলি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান রয়েছে। এই সব প্ল্যানে শুধুমাত্র অনেক সুবিধা বা বৈধতা পাওয়া যায়, তা নয়। বরং এই সব প্ল্যানে আপনি প্রচুর ডেটাও পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্ল্যানের দাম খুবই কম, তা সত্ত্বেও, Vi-এর প্ল্যানে কোম্পানি ব্যবহারকারীদের বিনামূল্যে ডেটার সুবিধা দিচ্ছে। অর্থাৎ যতটা পরিমান ডেটা দেওয়া হয়, তার চেয়ে অনেকটা বেশি ডেটা দেওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক আপনি এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন, আর এই প্ল্যানের দাম কত?

Vodafone Idea-এর প্ল্যানের দাম 299 টাকা। এই প্ল্যানটিতে আপনি অনেক অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। সামনেই ওয়ার্ল্ডকাপ। তাই খেলা দেখতে আর কোনও অসুবিধা হবে না।

ভোডাফোন আইডিয়ার 299 প্ল্যানে কী কী সুবিধা পাবেন?

299 টাকার এই Vi প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যান কোম্পানির পক্ষ থেকে Vi Hero Unlimited সুবিধাও রয়েছে।

এর মানে হল যে 299 টাকায়, আপনি দৈনিক 1.5 জিবি ডেটা, কলিং এবং এসএমএস পাবেন। আর সঙ্গে 5 জিবি অতিরিক্ত ডেটাও পেয়ে যাবেন। এছাড়াও, Vi ​​Movies এবং TV-তে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে, আপনি Vi অ্যাপের মাধ্যমে OTT স্ট্রিম করতে পারবেন। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন।

5 জিবি অতিরিক্ত ডেটা পাবেন:

Vodafone Idea-এর এই 299 টাকার সস্তা রিচার্জ প্ল্যানে আপনাকে 28 দিনের বৈধতা দেওয়া হবে। এর মানে হল দৈনিক 1.5 জিবি ডেটা অনুযায়ী, এই প্ল্যানটি মোট 42 জিবি হাই-স্পিড ডেটা দেয়। এছাড়াও, কোম্পানির অফিসিয়াল সাইটের তথ্য অনুসারে, আপনি যদি এই প্ল্যানটি Vi অ্যাপের মাধ্যমে রিচার্জ করেন, তবে আপনাকে 5 জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে এবং তাও বিনামূল্যে।