OTP Scam: চিন্তা বাড়াচ্ছে OTP স্ক্যাম, ছোট্ট এই ভুলে সেকেন্ডে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Mobile Scam: এখন দেখা যাচ্ছে, অপরিচিত লোকেরা প্রথমে ফোন করার অজুহাতে আপনার কাছে ফোন চাইবে এবং তারপর সেই ফোন থেকে অন্য একজনকে ফোন করবে। ততক্ষনে ফোনের অপারে থাকা ব্যক্তি আপনার ফোনটিকে হ্যাক করে ফেলবে। হ্যাকাররা মানুষের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করার জন্য নতুন কৌশল অবলম্বন করছে।

OTP Scam: চিন্তা বাড়াচ্ছে OTP স্ক্যাম, ছোট্ট এই ভুলে সেকেন্ডে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 3:59 PM

একটি অচেনা নম্বর থেকে ফোন এল। আপনি সেটি রিসিভ করলেন। তারপরে ফোনে একটি ব্যাঙ্ক বা অন্য যে কোনও সংস্থার লোক হিসেবে নিজেকে পরিচয় দিলেন এই স্ক্যামার। কিন্তু আপনি তা ধরতে না পেরে, আপনার ফোনে আসা চারটি কিংবা আটটি সংখ্যার একটি OTP তাকে জানিয়ে দিলেন। ব্যাস! কয়েক সেকেন্ডে আপনার ফোনে মেসেজ চলে এল ব্যাঙ্ক থেকে প্রচুর সংখ্যক টাকা গায়েব হয়ে গিয়েছে। তারপরেই শুরু হল পুলিশের কাছে ছোটাছুটি। ততক্ষণে আর কিছু করার নেই। নিশ্চয়ই স্বপ্নেও এমন কিছু হোক তা চাইবেন না। এটাকেই তো বলে ওটিপি স্ক্যাম (OTP Scam)। এতদিনে নিশ্চয়ই ওটিপি স্ক্যামের নামটি বহুবার শুনেছেন, তবে তা সত্ত্বেও, এমন অনেক লোক রয়েছে যারা হ্যাকার বা প্রতারকদের ফাঁদে পড়েন। কিন্তু এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কী করতে হবে?

ওটিপি স্ক্যাম অন্যভাবেও হচ্ছে-

এখন দেখা যাচ্ছে, অপরিচিত লোকেরা প্রথমে ফোন করার অজুহাতে আপনার কাছে ফোন চাইবে এবং তারপর সেই ফোন থেকে অন্য একজনকে ফোন করবে। ততক্ষনে ফোনের অপারে থাকা ব্যক্তি আপনার ফোনটিকে হ্যাক করে ফেলবে। হ্যাকাররা মানুষের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করার জন্য নতুন কৌশল অবলম্বন করছে। তাই অপরিচিত কোনও ব্যক্তিকে আপনার ফোনটি দেবেন না।

OTP স্ক্যাম এড়াতে কী করবেন?

  • যদি কোনও অপরিচিত ব্যক্তি আপনাকে কখনও বলে যে, “আমাকে কল করতে হবে, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে” বা কেউ কোনও অজুহাত দেখিয়ে আপনার মোবাইলে কল করতে বলে, তাহলে সাবধান হোন।
  • ভুল করেও আপনার মোবাইল কোনও অজানা ব্যক্তির হাতে দেবেন না এবং ভুল করেও কারও সঙ্গে ফোনে আসার কোনও OTP শেয়ার করবেন না।