WhatsApp-এ আর টাকা লুটতে পারবে না হ্যাকাররা, কল চলাকালীন IP Address লুকিয়ে ফেলবে এই ফিচার

WhatsApp New Features: এই ফিচারে একটি নতুন সেটিং অপশন সেট আপ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে 'Protect IP address in calls'। প্রতিবেদনে বলা হয়েছে, "এই নতুন ফিচারটিতে ব্যবহারকারীরা কোনও রকম স্ক্যাম হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

WhatsApp-এ আর টাকা লুটতে পারবে না হ্যাকাররা, কল চলাকালীন IP Address লুকিয়ে ফেলবে এই ফিচার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 5:19 PM

অনলাইন জালিয়াতির ঘটনা ভারতে ক্রমাগত বাড়ছে। আর একটি অন্যতম কারণ হল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। সব কিছুরই ভাল খারাপ আছে। তাই খাবার থেকে বাঁচতে সচেতন থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্ক্যাম হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ঘটছে। কারণ স্ক্যামারদের কাছে মোবাইল হ্যাক করা খুব সহজ। আর তাছাড়াও আজকাল হোয়াটসঅ্যাপের সাহায্যেই মানুষ অনেক ব্যক্তিগত তথ্য শেয়ার করে। ফলে হ্যাকাররা সেই সব তথ্য চুরি করে মানুষকে ঠকায়। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য, মেটা (Meta) একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এতে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কলের সময় IP অ্যাড্রেস লুকিয়ে রাখতে পারবেন। এর সুবিধা হল এতে স্ক্যামাররা কোনওভাবেই ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করতে পারবে না।

হোয়াটসঅ্যাপ নতুন সিকিওরিটি ফিচার:

WABetaInfo-এর মতে, হোয়াটসঅ্যাপ এই ফিচারটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য আনতে চলেছে। এই ফিচারে একটি নতুন সেটিং অপশন সেট আপ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে ‘Protect IP address in calls’। প্রতিবেদনে বলা হয়েছে, “এই নতুন ফিচারটিতে ব্যবহারকারীরা কোনও রকম স্ক্যাম হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। যদি কোনও অজানা নম্বর থেকে আসা ফোন কোনও ব্যবহারকারী রিসিভ করেও ফেলেন, তাহলেও হ্যাকার সেই ব্যক্তির IP address পাবে না।”

শীঘ্রই সবার জন্য রোলআউট করা হবে:

এই ফিচারের আরও একটি সুবিধা হল আপনি যদি কলে কারও সঙ্গে কোনও রকম ব্যক্তিগত তথ্য শেয়ার করেন, তাহলেও তা কোনও হ্যাকার শুনতে পারবে না। এই ফিচারটি নিয়ে এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করছে কোম্পানিটি। ফিচারটি প্রথম Wabetainfo-এর দ্বারা পরীক্ষার সময় দেখা গিয়েছিল। তবে এবার এটি প্রাথমিকভাবে Android 2.23.18.15 আপডেট সহ WhatsApp বিটাতে রয়েছে। এর মানে খুব শীঘ্রই আপনি এটিকে নতুন আপডেটে দেখতে পাবেন। তবে তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে বা কবে সবার জন্য আসবে, তা সম্পর্কে কোনও তথ্য দেয়নি কোম্পানিটি।