চাহিদা কম, উৎপাদন বন্ধ হতে পারে আইফোন ১২ মিনি-র

কর্তৃপক্ষ যেমনটা আশা করেছিলেন সেই অনুযায়ী চাহিদা হয়নি আইফোনের এই মডেলের।

চাহিদা কম, উৎপাদন বন্ধ হতে পারে আইফোন ১২ মিনি-র
আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স- এর সঙ্গেই লঞ্চ হয়েছিল আইফোন ১২ মিনি ভার্সান।
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 8:46 PM

চাহিদা কম। আর সেই কারণেই নাকি বন্ধ হতে চলেছে আইফোন ১২ মিনি-র উৎপাদন। সম্প্রতি একটি সাপ্লাই চেন অ্যানালিস্ট এমনটাই জানিয়েছে। আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স- এর সঙ্গেই লঞ্চ হয়েছিল আইফোন ১২ মিনি ভার্সান। মূলত, যেসব গ্রাহকরা সাইজে ছোট অথচ পাওয়ারফুল অ্যাপেলের ফোন চাইছিলেন তাঁদের জন্যই বাজারে আনা হয়েছিল আইফোন ১২ মিনি। এর ডিসপ্লে সাইজ ৫.৪ ইঞ্চি। কিন্তু কর্তৃপক্ষ যেমনটা আশা করেছিলেন সেই অনুযায়ী চাহিদা হয়নি আইফোনের এই মডেলের।

অ্যাপেল ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, জেপি মরগ্যান সাপ্লাই চেনের অ্যানালিস্ট উইলিয়াম ইয়াং জানিয়েছেন, ২০২১-এর দ্বিতীয় ভাগেই হয়তো আইফোন ১২ মিনির উৎপাদন কমতে শুরু করবে। তবে এর মানে কখনই এমনটা নয় যে, সম্পূর্ণ ভাবে বাজার থেকে লুপ্ত হবে না আইফোন ১২ মিনি। সূত্রের খবর, ১১ মিলিয়ন ইউনিট আইফোন ১২ মিনি উৎপাদন হওয়ার কথা ছিল। তা কমিয়ে ৯ মিলিয়ন করা হয়েছে। অন্যদিকে আইফোন ১২ প্রো এবং আইফোন ১১-র উৎপাদন যথাক্রমে ২ মিলিয়ন এবং ৮ মিলিয়ন ইউনিট বেড়েছে।

গত মাসে, market research firm Consumer Intelligence Research Partners (CIRP)-র রিপোর্ট অনুসারে জানা গিয়েছিল, অক্টোবর এবং নভেম্বর মাসে যত অ্যাপেলের ফোন বিক্রি হয়েছে তার মধ্যে মাত্র ৬ শতাংশ লোক আইফোন ১২ মিনি কিনেছিলেন। অ্যাপেল অ্যানালিস্ট মিং চি কুয়ো-ও গত বছর জানিয়েছিলেন, আইফোন ১২ মিনি এবং আইফোন ১২-ও চাহিদা মেটাতে পারেনি সঠিকভাবে।