ভিডিয়ো পাঠানোর আগে মিউট করার অপশন, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপের বিটা ভার্সান 2.21.3.13- এর ক্ষেত্রে এই ফিচার চালু করা হচ্ছে।
নতুন একটি ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে কাউকে ভিডিয়ো পাঠানোর আগে মিউট করতে পারবেন ইউজাররা। অর্থাৎ আওয়াজ বা শব্দ বন্ধ করে কনট্যাক্ট লিস্টে থাকা লোকেদের ভিডিয়ো পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আপাতত টেস্টিং চলছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের। মূলত, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সান 2.21.3.13- এর ক্ষেত্রে এই ফিচার চালু করা হচ্ছে। অ্যানড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। আপাতত হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানের ক্ষেত্রে এই ফিচার রোলঅন করে ইউজারদের ফিডব্যাক নেওয়া হচ্ছে। কোনও সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।
WABetaInfo (হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার)-র একটি রিপোর্ট অনুসারে, মিউট ভিডিয়ো অপশন রয়েছে ভিডিয়ো এডিটিং স্ক্রিনে। অর্থাৎ যেখানে ভিডিয়ো এডিট করা যায় সেখানেই থাকছে এই মিউট অপশন। ভলিউম আইকনের মতোই দেখতে এই আইকন, থাকছে সিক বারের নীচে। এর উপর ট্যাপ করলে অনগোয়ং ভিডিয়ো আপনাআপনি মিউট হয়ে যাবে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, একসঙ্গে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করার জন্য টেস্টিং চলছে।
বেশ অনেকদিন ধরেই চর্চায় রয়েছে হোয়াটসঅ্যাপ। প্রাইভেসি পলিসিতে বদল আসবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই একধাক্কায় জনপ্রিয়তা কমেছে হোয়াটসঅ্যাপের। ইউজাররা এই মেসেজিং অ্যাপের প্ল্যাটফর্ম ছেড়ে টেলিগ্রাম এবং সিগন্যাল অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে শুরু করেছেন। গত মাস অর্থাৎ জানুয়ারির নিরিখে অ্যাপ ডাউনলোডের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ।
এই পরিস্থিতিতে অনুমান, ইউজারদের মধ্যে জায়গা বজায় রাখার জন্যই নতুন পরিষেবা চালু করতে চাইছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।