ভারতে লঞ্চ হয়েছে লাভা জেড২ ম্যাক্স, দেখে নিন পকেট-ফ্রেন্ডলি এই ফোনের দাম এবং ফিচার

ভারতে এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৭৯৯ টাকা। Stroked Blue এবং Stroked Cyan কালার অপশনে পাওয়া যাবে এই ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং লাভার নিজস্ব ওয়েবসাইট থেকে এই ফোনে কেনা যাবে। ফোনের পিছনের অংশের রঙ কালো। 

ভারতে লঞ্চ হয়েছে লাভা জেড২ ম্যাক্স, দেখে নিন পকেট-ফ্রেন্ডলি এই ফোনের দাম এবং ফিচার
এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর
Follow Us:
| Updated on: May 11, 2021 | 8:33 PM

ভারতে লঞ্চ হয়েছে লাভা জেড২ ম্যাক্স। এর আগে চলতি বছর জানুয়ারি মাসে দেশে লঞ্চ হয়েছিল ভ্যানিলা লাভা জেড২ ম্যাক্স। সেই ফোনের সাফল্যের পরই এই নতুন মডেল লঞ্চ করা হয়েছে। ৪জি সাপোর্টের এই ফোনে রয়েছে MediaTek SoC। বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন। মূলত, এখন সব পড়ুয়ারাই অনলাইনে ক্লাসে অভ্যস্ত। তাই তাদের জন্যই এই ফোন বাজারে এনেছে লাভা সংস্থা। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে রয়েছে ৬০০০mAh ব্যাটারি। এছাড়া অ্যানড্রয়েড ১০ (গো এডিশন) সফটওয়্যার রয়েছে এই ফোনে।

লাভা জেড২ ম্যাক্স ফোনের দাম-

ভারতে এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৭৯৯ টাকা। Stroked Blue এবং Stroked Cyan কালার অপশনে পাওয়া যাবে এই ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং লাভার নিজস্ব ওয়েবসাইট থেকে এই ফোনে কেনা যাবে। ফোনের পিছনের অংশের রঙ কালো।

এই ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য-

১। ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। তার উপর রয়েছে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। এছাড়া ২৫৬ জিবি পর্যন্ত মেমরি বাড়ানোর ক্ষেত্রে মাইক্রো এসডি কার্ডের সুবিধা রয়েছে।

২। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর।

৩। কানেকটিভিটি অপশনের ক্ষেত্রে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, জিপিএস, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট।

আরও পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু ভারত, পিছিয়ে গেল আসুস জেনফোন ৮ সিরিজের লঞ্চ

৪। ফোনে পুরো চার্জ হতে সময় লাগবে ৩ ঘণ্টা ৪৭ মিনিট। প্রায় ৯ ঘণ্টা ৮ মিনিট টানা ইউটিউবে ভিডিয়ো দেখা যাবে বলে দাবি করেছে লাভা কোম্পানি। পুরো শব্দ এবং পুরো ব্রাইটনেস সমেত ইউটিউবে ভিডিয়ো দেখা যাবে বলে জানিয়েছে এই সংস্থা। জানা গিয়েছে লাভা জেড ২ ম্যাক্স ফোনের ওজন ২১৬ গ্রাম।