Festive Sale: পুজোয় অর্ধেক দামে বিক্রি হচ্ছে এসব কিপ্যাড মোবাইল, তালিকায় কোন ব্র্যান্ড?

Keypad Phone: আপনি যদি আপনার জন্য একটি ফিচার ফোন কিনতে চান, কিংবা বাবা মা-কে এমন একটি ফোন উপহার দিতে চান, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। পুজোর আগে অনলাইনে বিভিন্ন সেল চলছে, সেখান থেকেই আপনি অনেক কম দামে পছন্দ মতো ফিচার ফোন কিনে নিতে পারবেন।

Festive Sale: পুজোয় অর্ধেক দামে বিক্রি হচ্ছে এসব কিপ্যাড মোবাইল, তালিকায় কোন ব্র্যান্ড?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 3:10 PM

স্মার্টফোন বাজারে আসার সঙ্গে সঙ্গে কিপ্যাড মোবাইল বা ফিচার মোবাইলের চাহিদা যে অনেক হারে কমেছে, তা বলাই যায়। কিন্তু তাও এখনও অনেকে এই ফোন ব্যবহার করেন। সাধারণত যাদের স্মার্টফোনের দরকার নেই, বা ব্যবহার করতে চান না। তাদের জন্য এই ফোন আদর্শ। স্মার্টফোনে সব দিক থেকে খরচ বেশি। এমনকি রিচার্জ খরচও অনেকটাই বেশি। আর তা বাঁচানোর জন্যও অনেক ব্যবহার করতে চান ফিচার ফোন। ফলে কোম্পানিগুলি যে একেবারেই বাজারে ফিচার ফোন আনা বন্ধ করে দিয়েছে, তা একেবারেই নয়। একটি কিপ্যাড মোবাইলের ব্যাটারি লাইফ সহজেই 3 থেকে 4 দিন থেকে যায়, যার কারণে অনেকে স্মার্টফোনের সঙ্গে একটি কিপ্যাড ফোন রেখে দেন। আপনিও যদি আপনার জন্য একটি ফিচার ফোন কিনতে চান, কিংবা বাবা মা-কে এমন একটি ফোন উপহার দিতে চান, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। পুজোর আগে অনলাইনে বিভিন্ন সেল চলছে, সেখান থেকেই আপনি অনেক কম দামে পছন্দ মতো ফিচার ফোন কিনে নিতে পারবেন।

JioBharat B1 4G

Jio-এর এই ফোনটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। Jio Cinema, Jio Saavn এবং Jio Pay এই ফোনে ব্যবহার করা যাবে। Jio এই ফোনে 2000mAh ব্যাটারি এবং ডিজিটাল ক্যামেরা দিয়েছে। এই ফোনের আসল দাম 1,999 টাকা। তবে আপনার এত বেশি টাকা খরচ করতে হবে না। আপনি অনলাইনে মাত্র 1299 টাকায় কিনতে পারবেন।

Motorola A10e

এই Motorola ফোনটি ডুয়াল সিম সহ আসে। এর আসল দাম 1599 টাকা, যা আপনি মাত্র 1249 টাকায় 22 শতাংশ ডিসকাউন্টে কিনতে পারবেন। এই Motorola ফোনটিতে একটি 800mAh ব্যাটারি রয়েছে। এতে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের মেমরি 32 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটি রোজ গোল্ড কালার অপশনে কিনতে পারবেন।

Nokia 5310

নোকিয়া কোম্পানির কীপ্যাড মোবাইলগুলো এখনও ব্যবহারকারীদের প্রথম পছন্দ। Nokia 5310 ফোনের আসল দাম 4,299 টাকা, যা আপনি মাত্র 3,499 টাকায় কিনতে পারবেন। এই ফোনে রয়েছে MP3 প্লেয়ার, FM রেডিও এবং রিয়ার ক্যামেরা।