ভারতে লঞ্চ হয়েছে Infinix Smart 5A, দেখে নিন ‘বাজেট ফ্রেন্ডলি’ এই ফোনের দাম কত?
গত বছর ইনফিনিক্স স্মার্ট ৫ ফোন লঞ্চ হয়েছিল দেশে। এবার তারই পরবর্তী ফোন ইনফিনিক্স স্মার্ট ৫এ লঞ্চ হয়েছে।
ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোন। ইনফিনিক্স সংস্থার স্মার্ট ৫ সিরিজে এই মডেলের নতুন সংযোজন হয়েছে। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৫ ফোন। জানা গিয়েছে, নতুন ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা। সেই সঙ্গে ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। ডুয়াল সেলফি ফ্ল্যাশ রয়েছে এই ফোনে। ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনে পরিচালিত হয়ে অ্যানড্রয়েড ১১ (গো এডিশন)- এর সাহায্যে।
ভারতে ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনের দাম ৬৪৯৯ টাকা। ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের জন্য এই দাম ধার্য হয়েছে। আগামী ৯ অগস্ট থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই স্মার্টফোন। ওশান ওয়েভ, মিডনাইট ব্ল্যাক এবং Quetzal Cyan- এই তিনটি রঙে পাওয়া যাবে ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোন।
ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনের বিভিন্ন ফিচার-
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে।
- এই ফোনে রয়েছে একটি quad-core MediaTek Helio A20 প্রসেসর।
- এই স্মার্টফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি সেকেন্ডারি সেনসর (এআই ডেপথ)। এখানে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ।
- ইনফিনিক্সের নতুন স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানেও রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ।
- ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। সংস্থার দাবি, একবার চার্জ দিলে এই ফোন একটানা ৩৩ ঘণ্টা পর্যন্ত টকটাইম (৪জি) এবং ডিটিএস সারাউন্ড সাউন্ড পরিষেবা দিতে পারবে।
- সুরক্ষার জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের পাশাপাশি রয়েছে ফেস আনলক সাপোর্ট। ১৮৩ গ্রাম ওজন এই ফোনের।
আরও পড়ুন- Samsung Galaxy A03s: ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা এই ফোনের, লাইভ হয়েছে সাপোর্ট পেজ