হাত দিলেই তেতে গরম iPhone 15 Pro! গ্রাহককুলের অভিযোগ স্বীকার করে আসল কারণ জানাল Apple

Iphone 15 Pro Overheating Problem: অ্যাপল জানিয়েছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। এর আগেও ফোন গরম হওয়া নিয়ে অনেক রিপোর্ট প্রকাশ পেয়েছিল। তবে এত দামি ফোন গরম হয়ে যাওয়ার কারণ কী? সেই নিয়েই এবার মুখ খুলল কোম্পানিটি।

হাত দিলেই তেতে গরম iPhone 15 Pro! গ্রাহককুলের অভিযোগ স্বীকার করে আসল কারণ জানাল Apple
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 1:14 PM

অ্যাপলের সদ্য স্মার্টফোন iPhone 15 বাজারে আসার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছে ব্যবহারকারীরা। কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, মাত্র কয়েক মিনিট ব্যবহার করলেই iPhone 15 প্রো মডেলগুলি গরম হয়ে যাচ্ছে। যদিও অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। কিন্তু বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Android Type C চার্জিং কেবল ব্যবহারের কারণে iPhone 15 হিটিং সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে, ফোনের ডিজাইনের কারণে এমন সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু অ্যাপল জানিয়েছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। এর আগেও ফোন গরম হওয়া নিয়ে অনেক রিপোর্ট প্রকাশ পেয়েছিল। তবে এত দামি ফোন গরম হয়ে যাওয়ার কারণ কী? সেই নিয়েই এবার মুখ খুলল কোম্পানিটি।

অতিরিক্ত গরমের আসল কারণ?

iPhone 15 Pro-এ গরম করার আসল সমস্যা হল A17 Pro চিপসেট, যা কোম্পানি তার প্রো মডেল যেমন iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ দিয়েছে। অ্যাপল বিশেষজ্ঞ মিং-চি কুওর মতে, আইফোন 15 প্রো সিরিজে অতিরিক্ত গরম হওয়ার সমস্যার কারণ হল নতুন A 17 প্রো চিপসেট। তবে একটি সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হবে। পরিবর্তে, কুও আরও জানিয়েছেন যে, ফোনটিকে হালকা করার জন্য টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। টাইটানিয়াম ফ্রেমের কারণে ফোন চলারকালীন তাপ বের হতে পারছে না। ফলে ফোন গরম হয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে চিন্তা করার কোনও কারণ নেই। অ্যাপল একটি নতুন সফ্টওয়্যার আপডেট আনতে চলেছে। তাতে iPhone 15 প্রো গরম হয়ে যাওয়ার সমস্যা মিটে যাবে।

আইফোন 15 প্রো মডেলের স্পেসিফিকেশন:

এতে একটি 6.1 ইঞ্চি স্ক্রিন রয়েছে, যাতে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। ফোনটি iOS 17 সাপোর্ট করে। এতে স্ট্যান্ডবাই মোড ব্যবহার করা হয়েছে। iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max উভয়েই A17 Pro চিপসেট রয়েছে। iPhone 15 Pro মডেলটিতে একটি 48-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনে USB-C পোর্ট দেওয়া হয়েছে।