অনুষ্কা শর্মার হাতে OnePlus ফোল্ডেবল ফোন! লঞ্চের আগে কোথা থেকে পেলেন অভিনেত্রী?

OnePlus Open Folding Phone: ভিডিয়োটিতে এই প্রথম ফোনটিকে দেখা গিয়েছে। ক্যামেরা সামনে আসতেই তিনি ফোনটি খোলেন। আর তাতে ফোনের পিছনে ক্যামেরা মডিউলটিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই আসন্ন ফোনে কী কী ফিচার দিতে পারে কোম্পানি।

অনুষ্কা শর্মার হাতে OnePlus ফোল্ডেবল ফোন! লঞ্চের আগে কোথা থেকে পেলেন অভিনেত্রী?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 12:28 PM

OnePlus Open Folding Phone শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তবে অফিসিয়াল লঞ্চের আগেই OnePlus-এর এই আসন্ন ফোনটি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার হাতে দেখা গিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে, আনুশকা শর্মাকে ওয়ানপ্লাস ওপেন ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োর পর থেকেই ওয়ানপ্লাস ওপেনের ছবি চারিদিকে প্রকাশ করা হয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে, অনুষ্কা শর্মাকে তার হাতে একটি ওয়ানপ্লাস ফোন ধরে থাকতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ভাইরাল ভায়ানি (Viralbhayani) নামক একটি চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির সামনের সিটে বসে রয়েছেন অনুষ্কা শর্মা। ওয়ানপ্লাসের একটি ফোন হাতে রয়েছে। এখনও পর্যন্ত অনেক রিপোর্টের মাধ্যমে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করা হলেও ভিডিয়োটিতে এই প্রথম ফোনটিকে দেখা গিয়েছে। ক্যামেরা সামনে আসতেই তিনি ফোনটি খোলেন। আর তাতে ফোনের পিছনে ক্যামেরা মডিউলটিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই আসন্ন ফোনে কী কী ফিচার দিতে পারে কোম্পানি।

OnePlus Open Folding Phone-এর ফিচার:

স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই আসন্ন স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, এই ফ্ল্যাগশিপ ফোনটি 7.8 ইঞ্চি 2K AMOLED প্রাইমারি স্ক্রিন এবং 6.3 ইঞ্চি AMOLED এক্সটার্নাল ডিসপ্লে ব্যবহার করা হবে বলেই মনে করা হচ্ছে। উভয় স্ক্রিনেই 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও, OIS-এর সাপোর্ট সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ফোনের পিছনে একটি 48-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 32-মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স দেওয়া যেতে পারে।

এর আগে 20 সেপ্টেম্বর ইভেন্ট চলাকালীন কোম্পানি জানিয়েছিল, ফোল্ডেবল স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে। তবে কোম্পানি লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে ইতিমধ্যে কিছু টিপস্টার এই নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করেছেন। তা থেকে জানা গিয়েছে OnePlus Open আগামী মাসে 20 শে অক্টোবর চালু হতে পারে।