Lava Blaze 2 5G ভারতে হাজির 9,999 টাকায়, 50MP ক্যামেরা, পিছনে রিং লাইট

Lava Blaze 2 5G হ্যান্ডসেটের দাম মাত্র 9,999 টাকা। Lava Blaze 2 5G ফোনে রয়েছে অত্যন্ত আকর্ষণীয় একটি গ্লাস ব্যাক ডিজ়াইন। ফোনের পিছনে রয়েছে রিং লাইট। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের একটি 4GB RAM ও 64GB স্টোরেজ এবং অপরটি 6GB RAM ও 128GB স্টোরেজ।

Lava Blaze 2 5G ভারতে হাজির 9,999 টাকায়, 50MP ক্যামেরা, পিছনে রিং লাইট
কম দামে LAVA-র দুর্দান্ত ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 2:39 PM

Lava চলতি বছরে দেশে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। বিভিন্ন সেগমেন্টেই লঞ্চ করেছে Lava মোবাইল। মূলত, বিশেষ করে এন্ট্রি-লেভেল বাজেট সেগমেন্টেই ফোকাসটা রেখেছে সংস্থাটি, যে ফোনগুলি ভাল ক্যামেরা, ডিজ়াইন এবং 5G কানেক্টিভিটি অফার করে। বুধবার Lava ভারতে তার একটি নতুন 5G স্মার্টফোন নিয়ে এসেছে, যার নাম Lava Blaze 2 5G। এই নতুন 5G হ্যান্ডসেটের দাম মাত্র 9,999 টাকা। Lava Blaze 2 5G ফোনে রয়েছে অত্যন্ত আকর্ষণীয় একটি গ্লাস ব্যাক ডিজ়াইন। ফোনের পিছনে রয়েছে রিং লাইট। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর দেওয়া হয়েছে।

Lava Blaze 2 5G: দাম ও অন্যান্য তথ্য

Lava Blaze 2 5G ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের একটি 4GB RAM ও 64GB স্টোরেজ এবং অপরটি 6GB RAM ও 128GB স্টোরেজ। দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে এক্সপ্যান্ডেবল RAM। তাছাড়া ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। 9 নভেম্বর থেকে এই ফোনটি অ্যামাজ়ন ও লাভার অফিসিয়াল ওয়েবসাইটে ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Lava Blaze 2 5G: স্পেসিফিকেন ও ফিচার

6.56 ইঞ্চির HD+ IPS পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে এই ফোনে। রয়েছে একটি 2.5D কার্ভড স্ক্রিন, যার রিফ্রেশ রেট 90Hz। অটো-কল রেকর্ডিং সাপোর্ট করে ফোনটি। অতিরিক্ত সুরক্ষার জন্য রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পারফরম্যান্সের জন্য Lava Blaze 2 5G ফোনে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর। Android 13 অপারেটিং সিস্টেম রয়েছে, যা Android 14 আপগ্রেডেশন পেয়ে যাবে। এছাড়া রয়েছে একটি 5000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

দাম কম হলে কী, ফোনের ক্যামেরা সেটআপ চমৎকার। Lava Blaze 2 5G ফোনের সামনে ও পিছনে দুটি ক্যামেরা রয়েছে। পিছনে রয়েছে একটি 50MP ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য দেয়া হয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফিল্ম, স্লো মোশন, টাইমল্যাপস, ইউএসইচডি, Gif, বিউটি, HDR, নাইট, প্রো, পোর্ট্রেইট, AI, প্যানোরমা, ফিল্টার্স এবং ইন্টেলিজেন্স স্ক্যানিংয়ের মতো মোড অফার করছে ফোনটি।