Flipkart সেলে মাত্র 4,290 টাকায় Samsung Galaxy F14 5G, চমৎকার অফার
Samsung যখন এই ফোন লঞ্চ করে, তখন তার দাম ছিল 18,490 টাকা। এখন দিওয়ালি সেলে ফ্লিপকার্ট এই 5G হ্যান্ডসেটের উপরে প্রাথমিক ভাবে 6,000 টাকার ছাড় দিচ্ছে। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 12,490 টাকা। 32% ছাড় দেওয়ার পর এই দামে ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন। আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে যদি একটা Samsung Galaxy F14 5G কিনতে চান, তাহলে পেয়ে যাবেন আরও 8,200 টাকার ছাড়।
Flipkart Diwali Sale: উৎসবের মরশুমের একের পর এক সেল নিয়ে হাজির হয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলি। দুর্গাপুজোর সময় বড় সেলে একাধিক তাক লাগানো অফার দিয়েছে Flipkart। এবার দীপাবলির সময়ও ই-কমার্স প্ল্যাটফর্মটি দিওয়ালি সেল চালু করে দিল। 2 নভেম্বর থেকে শুরু হয়ে Flipkart Diwali Sale চলবে 11 নভেম্বর পর্যন্ত। প্রায় দশ দিনের এই সেলে একাধিক ফোন থেকে শুরু করে গ্যাজেটস, ইলেকট্রনিক প্রোডাক্ট, জামাকাপড় থেকে জুতো সবকিছুতেই থাকছে চমৎকার ডিসকাউন্ট। এই সেলে Samsung-এর একটি 5G হ্যান্ডসেটে থাকছে আকর্ষণীয় ছাড়। সেই ফোনের নাম শুনলে আপনি এখনই কিনতে চাইবেন। সেই ফোনটি হল Samsung Galaxy F14 5G। ফ্লিপকার্ট দিওয়ালি সেলে স্যামসাংয়ের এই ফোনের উপরে 14,200 টাকার ছাড়। কীভাবে পাবেন এই মোটা অঙ্কের ছাড়, জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F14 5G: ফ্লিপকার্ট সেলে এই ফোনের উপরে কত টাকার ছাড় পাবেন?
Samsung যখন এই ফোন লঞ্চ করে, তখন তার দাম ছিল 18,490 টাকা। এখন দিওয়ালি সেলে ফ্লিপকার্ট এই 5G হ্যান্ডসেটের উপরে প্রাথমিক ভাবে 6,000 টাকার ছাড় দিচ্ছে। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 12,490 টাকা। 32% ছাড় দেওয়ার পর এই দামে ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন।
এরপরে রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার। বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের উপরে থাকছে 1499 টাকার ছাড়। আপনার কাছে যদি SBI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তাহলে পেয়ে যাবেন 1500 টাকার অতিরিক্ত ছাড়। আবার স্যামসাং অ্যাক্সি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন 10% ক্যাশব্যাক।
এবারে আসা যাক সবথেকে আকর্ষণীয় অফারে। আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে যদি একটা Samsung Galaxy F14 5G কিনতে চান, তাহলে পেয়ে যাবেন আরও 8,200 টাকার ছাড়। তবে এই ছাড় নির্ভর করছে আপনি যে ফোনটা বদলাবেন, তার পরিস্থিতির উপরে। ছাড়ের অঙ্কের পুরোটা যদি পেয়ে যান, তাহলে Galaxy F14 5G আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 4,290 টাকায়।
Samsung Galaxy F14 5G যে কারণে সেরা
এই ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য Galaxy F14 5Gতে দেওয়া হয়েছে একটি অক্টা-কোর এগজ়িনোস 1330 প্রসেসর। চিপসেটটি পেয়ার করা থাকছে 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়া রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী 6000mAh ব্যাটারি।
ফোনের ক্যামেরা সেটআপও দুর্ধর্ষ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি হিসেবে দেওয়া হয়েছে 2MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।