14,999 টাকার Lava Blaze 5G মাত্র ₹599 দামে, নজরকাড়া অফার মিস করলে বিরাট মিস!
Lava Blaze 5G ফোনের দাম অ্যামাজ়নে 14,999 টাকা। ই-কমার্স প্ল্যাটফর্মটি প্রাথমিক ভাবে এই ফোনের উপরে আপনাকে 27% ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, Lava Blaze 5G ফোনের দাম হয়ে যাচ্ছে 10,999 টাকা।
4G এ দেশে এখন অতীত। 5G চালু হয়েছে দেশে। তাই, এখন যাঁরা নতুন স্মার্টফোন কিনছেন, তাঁরা সবাই 5G-সক্রিয় ফোনই কিনছেন। দেশে 5G রোলআউটের অনেক আগেই থেকেই 5G সক্রিয় ফোন লঞ্চ করতে শুরু করেছিল। যদিও বেশির ভাগ 5G ফোনের দামই একটু বেশি। তবে আপনি যদি সস্তায় একটি 5G স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে চমৎকার অফার রয়েছে আপনার জন্য। আর সেই অফার আপনার জন্য নিয়ে এসেছে Amazon। এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি খুবই কম দামে পেয়ে যেতে পারেন একটি স্মার্টফোন, যার নাম Lava Blaze 5G। এই ফোন আপনি কত কম দামে কিনতে পারবেন, এই ফোনে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Lava Blaze 5G: ডিসকাউন্ট ও অফার
এমনিতে Lava Blaze 5G ফোনের দাম অ্যামাজ়নে 14,999 টাকা। ই-কমার্স প্ল্যাটফর্মটি প্রাথমিক ভাবে এই ফোনের উপরে আপনাকে 27% ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, Lava Blaze 5G ফোনের দাম হয়ে যাচ্ছে 10,999 টাকা। তার উপরে থাকছে চমৎকার EMI অফার। স্ট্যান্ডার্ড EMI অপশনে এই ফোনটি আপনি কিনতে পারবেন প্রতি মাসে 526 টাকা দিয়ে। আবার নো কস্ট EMI অপশনে এই ফোনই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 495 টাকায়।
এরপরেও থাকছে একাধিক অফার। সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করলে আপনি 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার HSBC ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 5% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তবে সবথেকে বড় ছাড় আপনি পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারে। আপনার পুরনো ফোন বদলে এই Lava Blaze 5G ক্রয় করলে আপনি পেয়ে যাবেন 10,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।
ফলে, মাত্র 599 টাকাতেই আপনি ফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন।
Lava Blaze 5G: স্পেসিফিকেশন ও ফিচার
Lava Blaze 5G ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD Plus ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। সফটওয়্যার হিসেবে ফোনটি চালিত হবে Android 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 700-র সাহায্যে। প্রসেসরটি পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে। তবে এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। এই শক্তিশালী ব্যাটারি সেটআপ আপনাকে চার্জিং নিয়ে এক ফোঁটাও ভাবতে দেবে না।