Lava Blaze 5G: একদম সস্তায় 6GB+128GB স্টোরেজের সঙ্গে 5G স্মার্টফোন নিয়ে এল Lava

Lava Blaze 5G-এর 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এসেছে বাজারে, যার দাম রাখা হয়েছে মাত্র 11,999 টাকা। একবার দেখে নেওয়া যাক Lava Blaze 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন।

Lava Blaze 5G: একদম সস্তায় 6GB+128GB স্টোরেজের সঙ্গে 5G স্মার্টফোন নিয়ে এল Lava
Lava Blaze 5G-র নতুন স্টোরেজ মডেল এসে গেল ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 12:01 PM

সম্প্রতি, ইলেকট্রনিক কোম্পানি Lava তাদের গ্রাহকদের জন্য একটি নতুন স্মার্টফোন Lava Blaze 5G এনেছে। এই ফোনের প্রথম সেল 15 ফেব্রুয়ারি থেকো শুরু হবে। Lava-র নতুন স্মার্টফোনটি একটি 5G স্মার্টফোন। যে সমস্ত গ্রাহকরা একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন এবং এর জন্য খুব বেশি খরচ করতে চান না, তাদের জন্য Lava Blaze 5G ফোনটি সেরা হতে পারে। কোম্পানির Lava Blaze 5G 2022-এর নভেম্বরে লঞ্চ হয়েছিল। সেই সময়ে কোম্পানি স্মার্টফোনের শুধুমাত্র 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছিল। এই স্মার্টফোনটি তখন 10,000 টাকার বাজেটে আনা হয়েছিল। কোম্পানি এখন বাজারে 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে, যার দাম রাখা হয়েছে মাত্র 11,999 টাকা। একনজরে দেখে নেওয়া যাক Lava Blaze 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন।

Lava Blaze 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

এই নতুন Lava Blaze 5G স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি HD + IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। যা 90Hz এর রিফ্রেশ রেট পাবে। কোম্পানি ওয়াটার ড্রপ নচ ফিচার সহ ফ্ল্যাট এজ ডিজাইন দিয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট যুক্ত করা হয়েছে এই নতুন স্মার্টফোনে।

স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি Android 12 OS-এ চলে এবং এটি একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসের সঙ্গে আসে। সিকিউরিটি ফিচারের জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। লাভার নতুন স্মার্টফোনে কল রেকর্ডিং ফিচার রয়েছে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লাভার নতুন স্মার্টফোন

Lava Blaze 5G-তে কোম্পানি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য় স্মার্টফোনটিতে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা এবং স্ক্রিন ফ্ল্যাশ রয়েছে।