এসে গেল Lava Yuva Pro, মাত্র 7,799 টাকায় একাধিক জরুরি বৈশিষ্ট্য
Lava Yuva Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। সেই 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 7,799 টাকা।
Lava Yuva Pro Launched: দেশে ফের একটি সস্তার ফোন লঞ্চ করল Lava। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম Lava Yuva Pro। তিনটি ভিন্ন রঙে এই ফোনটি পাওয়া যাবে, রয়েছ মেটালিক ডিজ়াইন এবং পারফরম্যান্সের জন্য একটি MediaTek Helio প্রসেসর। Lava Yuva Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 13MP। ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ। এছাড়া অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে 320 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বলে জানিয়েছে সংস্থা।
Lava Yuva Pro: দাম ও উপলব্ধতা
Lava Yuva Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। সেই 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 7,799 টাকা। মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে এই তিনটি রঙে পেয়ে যাবেন ফোনটি। আপাতত কেবল মাত্র লাভার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই ফোন ক্রয় করা যাবে।
Lava Yuva Pro: স্পেসিফিকেশন, ফিচার
ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনে সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 ভিত্তিক অপারেটিং সিস্টেম। 6.51 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং পিক্সেল ডেনসিটি 269ppi। ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 3GB পর্যন্ত RAM-এর সঙ্গে।
অপ্টিক্সের দিক থেকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Lava Yuva Pro ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 13MP। এই ক্যামেরা ইউনিটে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনটির ব্যাক ক্যামেরা সেটআপে প্রিলোডেড কিছু ক্যামেরা মোড ও ফিল্টার দেওয়া হয়েছে। যেমন, HDR, পোর্ট্রেইট, বিউটি, নাইট, GIF, টাইম-ল্যাপস ফটোগ্রাফি-সহ আরও অনেক কিছু। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর, সেখানে একটি স্ক্রিন ফ্ল্যাশ থাকছে।
32GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনের, যা 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের Lava Yuva Pro ফোনে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সাপর্ট। বেশ বড় এবং শক্তিশালী 5000mAh ব্যাটারিও রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে এই ব্যাটারি একবার চার্জে 37 ঘণ্টার টকটাইম এবং 320 ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম দিতে পারে।