Lenovo ThinkPhone: ‘বিজ়নেস ফোন’ নিয়ে আসছে Lenovo, বহু বছর পর ‘ThinkPhone’ দিয়ে কামব্যাক
CES 2023 শীর্ষক টে শো-তেই Lenovo তার ThinkPhone-এর ঘোষণা করবে বলে জানা গিয়েছিল। তবে সেই অফিসিয়াল ঘোষণার আগেই লিকস্টার Evleaks এই ডিভাইসটি লিক করে দিয়েছিলেন। কেমন হতে চলেছে সেই Business Smartphone, দেখে নিন।
Lenovo-র স্মার্টফোন এক সময় খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু পরবর্তীতে সেই জনপ্রিয়তায় ভাটা পড়ে প্রতিযোগী অন্যান্য সংস্থাগুলির আকর্ষণীয় ফোনের কারণে। তবে Lenovo-র ThinkPad সিরিজ়ের ল্যাপটপগুলি বাজারে এখনও আগের মতোই দাপট দেখিয়ে চলেছে। এখনও ল্যাপটপের সেগমেন্টে একপ্রকার মনোপলি চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এবার Lenovo তার ‘ThinkPad’ ব্র্যান্ডিংয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছুটা এরকমই নাম দিয়ে স্মার্টফোন নিয়ে আসছে। কী নাম হতে চলেছে? Lenovo তার প্রথম ThinkPhone নিয়ে আসতে তোড়জোড় শুরু করে দিয়েছে।
CES 2023 শীর্ষক টে শো-তেই Lenovo তার ThinkPhone-এর ঘোষণা করবে বলে জানা গিয়েছিল। তবে সেই অফিসিয়াল ঘোষণার আগেই লিকস্টার Evleaks এই ডিভাইসটি লিক করে দিয়েছিলেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন, Lenovo ThinkPhone Series-এ একাধিক প্রডাক্ট থাকবে। সেগুলি হল, Lenovo ThinkTab Extreme, Lenovo SmartPaper, Lenovo MagicBay এবং Lenovo Yoga 9i। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর পর স্মার্টফোন নিয়ে আসছে লেনোভো, কেমন হতে পারে সেই ফোন? কী বিশেষত্ব, তার ফিচার বা স্পেসিফিকেশনই বা কেমন হতে পারে, সেই সব তথ্যই একবার দেখে নেওয়া যাক।
Lenovo ThinkPhone: ফিচার, স্পেসিফিকেশন
ওই টিপস্টারের শেয়ার তথ্য অনুযায়ী, Lenovo ThinkPhone দেখতে অনেকটাই লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপের মতো, যাতে রাগড্ ব্যাক প্যানেল এবং মেটাল ফ্রেম থাকছে। পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টপোন চালিত হবে Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর হল স্ন্যাপড্রাগনের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। দুর্দান্ত একটি ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে। Lenovo ThinkPhone-এ FHD+ OLED স্ক্রিন দেওয়া হচ্ছে, যার রিফ্রেশ রেট অনেকটাই বেশি।
ডিভাইসটি অনেকটাই আগের অন্যান্য লেনোভো স্মার্টফোনের তুলনায় থিকার হতে চলেছে। আর সেখান থেকেই মনে করা হচ্ছে, Lenovo ThinkPhone-এ বেশ বড় একটি ব্যাটারি দেওয়া হবে। সেই ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলেও জানা গিয়েছে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে লেনোভো-র আসন্ন স্মার্টফোনটিতে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ফেস আনলক সাপোর্ট করবে বলেও জানা গিয়েছে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে Lenovo ThinkPhone-এ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে 50MP ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 13MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ডেপথ বা মাইক্রো ক্যামেরা থাকতে পারে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে, যা হাই-রেজ়োলিউশন ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করবে।
সফটওয়্যারের দিক থেকে Lenovo ThinkPhone-এ থাকতে পারে Android 13 অপারেটিং সিস্টেম। তবে সিকিওরিটির দিক থেকে Motorola ফোনগুলির থেকে অনেকটাই বেশি শক্তিশালী করা হচ্ছে Lenovo ফোনটি। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের জন্য লেনোভো থিঙ্ক ফোনে কিছু অতিরিক্ত সুরক্ষা স্তর দেওয়া হবে বলেও জানা গিয়েছে।