16,999 টাকার Moto G32 এখন মাত্র 10,999 টাকায়, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট

Moto G32 ফোনের দাম 16,999 টাকা। প্রাথমিক ভাবে ফোনের উপরে 35% ছাড় দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 10,999 টাকা। আবার আপনার পুরনো ফোন বদলে আপনি যদি নিজেকে Moto G32 ফোনে আপগ্রেড করে নিতে চান, তাহলে থাকছে 10,450 টাকার অতিরিক্ত ছাড়।

16,999 টাকার Moto G32 এখন মাত্র 10,999 টাকায়, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
Moto G32 ফোনে আকর্ষণীয় ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 2:02 PM

Moto G32 OFFER Price: ফোন কিনতে আজকাল আর মানুষ দোকানে যান না। Amazon এবং Flipkart এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে যেখানে, সেখানে আর দোকানে গিয়ে ফোন কেনার দরকারটা কী! আপনার বাড়িতেই যে ফোন পৌঁছে দিয়ে যাবে যে কোনও ই-কমার্স প্ল্যাটফর্ম। তার থেকেও বড় কথা হল, Amazon বা Flipkart থেকে একটা স্মার্টফোন কিনতে গিয়ে আপনি এখন একাধিক অফার পেয়ে যাবেন। Flipkart সেরকমই একটি চমৎকার অফার নিয়ে হাজির হয়েছে Motorola-র জনপ্রিয় একটি স্মার্টফোনে, যার নাম Moto G32। এই ফোনের দাম এমনিতে 16,999 টাকা। কিন্তু ফোনটি কিনতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। মাত্র 10,999 টাকাতেই এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

Moto G32: কী অফার রয়েছে ফ্লিপকার্টে

এমনিতে ফ্লিপকার্টে এই Moto G32 ফোনের দাম 16,999 টাকা। প্রাথমিক ভাবে ফোনের উপরে 35% ছাড় দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 10,999 টাকা।

এরপরে থাকছে এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোন বদলে আপনি যদি নিজেকে Moto G32 ফোনে আপগ্রেড করে নিতে চান, তাহলে থাকছে 10,450 টাকার অতিরিক্ত ছাড়। ফলে, ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 549 টাকায়।

অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে বিভিন্ন ব্যাঙ্কের অফার। আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন 5% অতিরিক্ত ছাড়।

Moto G32: ফিচার ও স্পেসিফিকেশন

1) Moto G32 ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD+ আলট্রা ওয়াইড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।

2) প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং আর একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

3) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 680 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB RAM এর সঙ্গে।

4) রয়েছে 5000mAh ব্যাটারি। স্যাটিন সিলভার, মিনারাল গ্রে, রোজ় গোল্ড, স্যাটিন মেরুন এই কয়েকটি রঙে পাওয়া যাবে ফোনটি।