দুর্দান্ত Nokia 110 ভারতে হাজির হল 2G ও 4G দুই অবতারে, দাম 1699 টাকা
নতুন ফিচার ফোন দুটির নাম Nokia 110 4G এবং Nokia 110 2G। এদের মধ্যে Nokia 110 2G (2023) ফোনের দাম 1699 টাকা এবং Nokia 110 4G (2023) ক্রয় করতে পারবেন 2499 টাকায়।
Nokia-র দুটি চমৎকার ফিচার ফোন লঞ্চ হল। নতুন ফোন দুটি আসলে একই, আলাদা কেবল তাদের কানেক্টিভিটিতে। এই নতুন ফিচার ফোন দুটির নাম Nokia 110 4G এবং Nokia 110 2G। এই দুই নোকিয়া ফিচার ফোনে হাজির হয়েছে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর, মডার্ন ফিনিশ এবং সিগনেচার Nokia বিল্ড কোয়ালিটিতে। মিডনাইট ব্লু, আর্কটিক পার্পল, টারকোল এবং ক্লাউডি ব্লু এই চারটি রঙে লঞ্চ করা হয়েছে ফোন দুটি।
Nokia 110 4G এবং Nokia 110 2G এই দুটি ফোনেরই স্ট্যান্ডআউট ফিচার্সের মধ্যে রয়েছে HD Voice-এর সাপোর্ট। এই একই ফিচার দেখা গিয়েছিল Jio Bharat ফোনগুলিতেও যা খুব সম্প্রতি লঞ্চ হয়েছে। কোম্পানি এই ফিচার ফোন দুটির সঙ্গে UPI পেমেন্ট ফাংশনালিটিও জুড়ে দিয়েছে, যা ইউজারদের ডিজিটালি স্ক্যান করে টাকা পাঠাতে দেবে।
Nokia 110 2G এবং Nokia 110 4G ফোন দুটিতে সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য রয়েছে বিল্ট-ইন রিয়ার ক্যামেরা। 32GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে এবং তার জন্য একটি SD কার্ড স্লটও দেওয়া হয়েছে। মিউজ়িক প্লেয়ার এবং একটি অটো কল রেকর্ডার রয়েছে। আর এই সবকিছুই আপনি যাতে ঝক্কিহীন ভাবে করতে পারেন, তার জন্য রয়েছে বর্ধিত স্টোরেজ ক্যাপাসিটি। চমৎকার ব্যাটারি ব্যাকআপও থাকছে।
Nokia 110 2G এবং Nokia 110 4G ফোন দুটিতে যথাক্রমে 1000mAh এবং 1450mAh ব্যাটারি এবং এক্সপ্যান্ডেবল 32GB স্টোরেজ রয়েছে। এদের মধ্যে Nokia 110 4G ফোনটি আপনি যেখানে মিডনাইট ব্লু এবং আর্কটিক পার্পল এই দুই রঙে ক্রয় করতে পারবেন, ঠিক সেখানেই Nokia 110 2G ক্রয় করতে পারবেন চারকোল এবং ক্লাউডি ব্লু এই দুই রঙে। দেশের সমস্ত রিটেল দোকান, অনলাইন পার্টনার স্টোর এবং নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি ক্রয় করতে পারবেন।
Nokia 110 2G (2023) ফোনের দাম 1699 টাকা এবং Nokia 110 4G (2023) ক্রয় করতে পারবেন 2499 টাকায়।