Nothing Phone (2)-এর ডিজ়াইনে সামান্য পরিবর্তন, গ্লিফ ইন্টারফেসের লাইটিং এবার কাস্টমারের হাতে
Nothing Phone 2 Design: ফোনের লাইটিং কাস্টমাইজ় করার বিষয়টি নিশ্চিত করেছিলেন খোদ সিইও কার্ল পেই। তিনি জানিয়েছিলেন, নতুন ডিভাইসের গ্লিফ ইন্টারফেসেই থাকবে আরও কাস্টমাইজ় অপশন। তবে ওই টিজ়ার ভিডিয়োতে এর থেকে বেশি আর কিছু দেখা যায়নি। যদিও সেই ভিডিয়ো থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, ডিজ়াইনটি এক্কেবারে সঠিক।
Nothing Phone (2) নিয়ে বিগত বেশ কিছু মাস ধরে একাধিক জল্পনা শোনা গিয়েছে। 11 জুলাই ফোনটি গ্লোবাল মার্কেটে হাজির হতে চলেছে। কোম্পানির তরফ থেকে ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের নাথিং ফোনের কিছু ফিচার ও স্পেসিফিকেশনের কথা জানানো হয়েছে। এবার সংস্থাটি লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনের ডিজ়াইনও টিজ় করল। 10 সেকেন্ডের একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে Nothing Phone (2)-এর ডিজ়াইন সামান্য পরিবর্তিত হয়েছে।
টুইটারে যে অফিসিয়াল টিজ়ারটি পোস্ট করা হয়েছে, সেখান থেকে একটা বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে যে, ফোনের ব্যাক প্যানেল আগের মতো একই ট্রান্সপারেন্ট ডিজ়াইনের হতে চলেছে। তবে লাইটিংয়ের সেটআপটি নতুন করা হয়েছে। LED স্ট্রিপের অ্যাপিয়ারেন্স এবং ওয়্যারলেস চার্জিং কয়েলও সামান্য পরিবর্তিত হতে চলেছে। দুটি এলিমেন্টই এখন একাধিক অংশে ভাঙা হয়েছে। অর্থাৎ, ব্যবহারকারীদের কাছেই একাধিক এমন অপশন থাকবে, যার মাধ্যমে তাঁরা Nothing Phone (2)-এর বিভিন্ন লাইটিংয়ের অংশ কাস্টমাইজ় করে নিতে পারবেন।
ফোনের লাইটিং কাস্টমাইজ় করার বিষয়টি নিশ্চিত করেছিলেন খোদ সিইও কার্ল পেই। তিনি জানিয়েছিলেন, নতুন ডিভাইসের গ্লিফ ইন্টারফেসেই থাকবে আরও কাস্টমাইজ় অপশন। তবে ওই টিজ়ার ভিডিয়োতে এর থেকে বেশি আর কিছু দেখা যায়নি। যদিও সেই ভিডিয়ো থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, ডিজ়াইনটি এক্কেবারে সঠিক।
লিক থেকে জানা গিয়েছে, Nothing Phone (2)-এর আর্গোনমিক্স এবং অ্যাসথেটিক্স আরও পরিণত হতে চলেছে। ফোনের ফ্রেম এখন রাউন্ডেড করা হচ্ছে, যাতে তা হোল্ড করা আরও সুবিধাজনক হয়ে ওঠে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, হ্যান্ডসেটটির সামনে এবং পিছনে 2.5D কার্ভ কোটিং দেওয়া হচ্ছে।
Nothing-এর তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে যে, এই ফোনে একটু বড় 6.7 ইঞ্চির স্ক্রিন থাকছে। আগের ফোন অর্থাৎ Nothing Phone (1)-এ ছিল 6.55 ইঞ্চির ডিসপ্লে। মনে করা হচ্ছে, কোম্পানি এই ফোনে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি অফার করবে, যা আগের ফোনেও ছিল। একাধিক টুইট থেকে জানা গিয়েছে, লেটেস্ট 5G ফোনটিতে বড় 4,700mAh ব্যাটারি দেওয়া হচ্ছে।
পারফরম্যান্সের দিক থেকে Nothing Phone (2) চালিত হবে কোয়ালকমের সর্বশ্রেষ্ঠ Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাহায্যে। জানা গিয়েছে, OnePlus 11R এবং Pixel 7a-এর সঙ্গে টক্কর দেওয়ার জন্য এই ফোনের দাম হতে পারে 40,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে।