OnePlus Nord N300: বাজারে ফের কম দামি ওয়ানপ্লাস নর্ড, 19,000 টাকায় 48MP ক্যামেরা, 90Hz ডিসপ্লে সহ আরও কত কী
OnePlus Nord N300 5G : পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G চিপসেট। দেওয়া হয়েছে একটি 6.5 ইঞ্চির LCD স্ক্রিন। 4GB ভ্যারিয়েন্টের এই ফোনের দাম আমেরিকার মার্কেটে 228 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 19,000 টাকা।
OnePlus Nord N300 ফোনটি হাজির হয়ে গেল ওয়ানপ্লাসের নর্ড সিরিজের নতুন মডেল হিসেবে। আপাতত এই ফোনটি নিয়ে আসা হয়েছে কেবল মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটের জন্য। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G চিপসেট। দেওয়া হয়েছে একটি 6.5 ইঞ্চির LCD স্ক্রিন। সবথেকে মজাদার বিষয়টি হল, আমেরিকায় এটিই প্রথম স্মার্টফোন যাতে মিডিয়াটেক চিপসেট রয়েছে।
OnePlus Nord N300: দাম ও উপলব্ধতা
OnePlus Nord N300 ফোনটি আসলে OnePlus Nord N200 5G-র পরবর্তী প্রজন্ম। নতুন নর্ড ফোনটি একটিই মাত্র কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে – মিডনাইট জেড। 4GB ভ্যারিয়েন্টের এই ফোনের দাম আমেরিকার মার্কেটে 228 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 19,000 টাকা। অর্থাৎ ভারতে যদি ফোনটি লঞ্চ করা হয়, তাহলে তার দাম এই 20,000 টাকার আশপাশেই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের টি-মোবাইল এবং মেট্রো থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 3 নভেম্বর থেকে ফোনটি সেলে হাজির হবে।
OnePlus Nord N300: স্পেসিফিকেশন ও ফিচার
সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেলফি। পিছনে রয়েছে দুটি ক্যামেরা, যার প্রাইমারি সেন্সর 48MP এবং সেকেন্ডারি একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে সংস্থার নিজস্ব অক্সিজেন ওএস, যা অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক।
6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে এই হ্যান্ডসেটে, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট 90Hz। ফ্রন্ট ক্যামেরার জন্য ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ।
Nord N300 ফোনে বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যা পাওয়ার বাটনে মাউন্ট করা রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি থাকছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।