বীভৎস 21,000mAh ব্যাটারির স্মার্টফোনের আত্মপ্রকাশ, একবার চার্জে লাগাতার 94 দিনের ব্যাটারি ব্যাকআপ
Oukitel WP19, Longest Ever Battery Life Smartphone: এ যাবৎকালের সবথেকে বড় ব্যাটারির স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেল। 21,000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে। দাম-সহ অন্যান্য ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।
চিনা স্মার্টফোন-মেকার Oukitel একটি দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। ফোনটির সবথেকে বড় গুরুত্ব হল তার বীভৎস 21,000mAh ব্যাটারি। সেই ফোনের নাম Oukitel WP19। সংস্থাটির তরফে দাবি করা হয়েছে যে, একজন স্মার্টফোন ব্যবহারকারী ব্যাটারি সংক্রান্ত যত রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, এই Oukitel WP19 ফোনটি ব্যবহার করলে তার কোনওটাই দেখা যাবে না। Oukitel-এর তরফ থেকে জানানো হয়েছে, একবার চার্জ দিলে এই লেটেস্ট ফোনটি 94 দিন বা লাগাতার 2252 ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। পাশাপাশি এই ডিভাইসটি 27W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oukitel বরাবরই তার তাক লাগানো অনবদ্য কিছু ফিচার্সের স্মার্টফোন লাইনআপের জন্য জনপ্রিয়। এর আগেও সংস্থাটি রাগড্ ফোনে দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ দিয়ে নজর কেড়েছে। 2021 সালের অগাস্ট মাসে সংস্থাটি Oukitel WP15 ফোনটি শোকেস করেছিল, যাতে রয়েছে 15,600mAh ব্যাটারি। আর এই Oukitel WP 19 ফোনটিতে 21,000mAh ব্যাটারি দিয়ে প্রকৃত অর্থেই যেন একটা সাকসেসর মডেল নিয়ে আসতে পেরেছে এই চিনা স্মার্টফোন মেকার।
দাম ও উপলব্ধতা
Oukitel WP 19 ফোনটি আপাতত চিনের মার্কেটের জন্যই উপলব্ধ। গ্লোবাল সেল অর্থাৎ চিন ব্যতিরেকে বিশ্বের অন্যান্য প্রান্তে এই ফোনটি আদৌ লঞ্চ করা হবে কি না, সে বিষয়ে সংস্থাটি এখনও পর্যন্ত কিছুই জানায়নি। AliExpress থেকে এই ফোনটি কেনা যাবে 742 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 57,554 টাকায়।
স্পেসিফিকেশনস, ফিচার্স
Oukitel WP19 হল একটি আদ্যোপান্ত রাগড্ ফোন, লুক দেখেই তা পরিষ্কার। ফোনটিতে রয়েছে একটি 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio G95 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।
IP68/IP69 রেটেড এই ফোনটি MIL STD 810G মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত ডাস্ট ও ওয়াটারপ্রুফের জন্য। তবে ফোনের সবথেকে উল্লেখযোগ্য ফিচারটি হল তার 21,000mAh ব্যাটারি প্যাক, যা 27W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি সম্পূর্ণ ভাবে চার্জ হতে মাত্র 4 ঘণ্টা সময় নেয়।
সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, একবার চার্জ দিলে 94 দিন বা 2252 ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম দিতে পারে ফোনটি। পাশাপাশি 122 ঘণ্টার কলিং টাইম, 123 ঘণ্টার অডিও প্লেব্যাক এবং 36 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাক দিতে সক্ষম।
একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে রয়েছে একটি 64MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP সেন্সর এবং আর একটি 20MP Sony Night Vision IR মডিউল। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। সফ্টওয়্যারের দিক থেকে Oukitel WP19 ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে লেটেস্ট Android 12 ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাহায্যে।