Realme 8 Series Launch Event Highlights: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৮এস এবং ৮আই
Realme 8i, Realme 8s, Realme Pad Launch Updates: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ৮ সিরিজ। এই সিরিজের দু'টি স্মার্টফোন রিয়েলমি ৮এস এবং রিয়েলমি ৮আই লঞ্চ হবে দেশে। এর সঙ্গে লঞ্চ হবে রিয়েলমি প্যাড।
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৮ সিরিজ। এই সিরিজের দুটো স্মার্টফোন রিয়েলমি ৮এস এবং রিয়েলমি ৮আই লঞ্চ হয়েছে দেশে। এর পাশাপাশি লঞ্চ হয়েছে রিয়েলমির প্রথম ট্যাব রিয়েলমি প্যাড। এছাড়াও রিয়েলমির দুটো পোর্টেবল ব্লুটুথ স্পিকার Cobble এবং Pocket- ও লঞ্চ হয়েছে ভারতে। ভারতীয় সময় ১২টা ৩০মিনিটে ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হয়েছে রিয়েলমির এই সমস্ত ফোন এবং গ্যাজেট। সংস্থার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হয়েছে রিয়েলমির এই সমস্ত গ্যাজেট লঞ্চের ইভেন্ট।
জানা গিয়েছে, রিয়েলমি ৮এস, রিয়েলমি ৮আই এবং রিয়েলমি প্যাড— তিনটি ডিভাইসেই রয়েছে MediaTek প্রসেসর। রিয়েলমি ৮ সিরিজের দুটো ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে হোল-পাঞ্চ ডিজাইন। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা। এছাড়াও রিয়েলমি ৮ সিরিজের দু’টি ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস।
LIVE NEWS & UPDATES
-
রিয়েলমি ৮এস ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার
রিয়েলমি ৮ সিরিজের স্মার্টফোন রিয়েলমি ৮এস ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০Hz। এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। তার সঙ্গে থাকতে পারে ৩৩W Dart Charge ফাস্ট চার্জিং সাপোর্ট।
-
রিয়েলমি ৮এস ফোনের সম্ভাব্য ফিচার
রিয়েলমি ৮এস ফোনে থাকতে পারে একটি অক্টা-কোর MediaTek Dimensity ৮১০ প্রসেসর। এই ফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে। এছাড়াও ১৩ জিবি পর্যন্ত Dynamic RAM Expansion প্রযুক্তি থাকতে পারে। ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে জানা গিয়েছে, ইউনিভার্স ব্লু এবং ইউনিভার্স পার্পল রঙে লঞ্চ হতে পারে এই ফোন।
-
-
রিয়েলমি ৮আই ফোনের সম্ভাব্য ব্যাটারি ফিচার
রিয়েলমি ৮আই ফোনে থাকতে পারে ৫০০০mAh ব্যাটারি। এর সঙ্গে থাকতে পারে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট। Space Black এবং Space colour, এই দুই অপশনে লঞ্চ হতে পারে রিয়েলমি ৮আই ফোন।
-
রিয়েলমি ৮আই ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার
রিয়েলমি ৮আই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। তার সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসরও থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
-
রিয়েলমি ৮আই ফোনে কী কী ফিচার থাকতে পারে?
রিয়েলমি ৮আই স্মার্টফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। এই ফোনে থাকতে পারে একটি অক্টা-কোর MediaTek Helio G96 প্রসেসর। ৬ জিবি পর্যন্ত র্যাম থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও Dynamic RAM Expansion Technology থাকতে পারে রিয়েলমির এই ফোনে। ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ৫ জিবি অতিরিক্ত মেমরি থাকতে পারে এই ফোন।
-
-
রিয়েলমির প্রথম ট্যাব রিয়েলমি প্যাডের দাম কত হতে পারে?
শোনা গিয়েছেম রিয়েলমি প্রথম ট্যাব রিয়েলমি প্যাড ভারতে লঞ্চ হতে পারে ৪জি পরিষেবা নিয়ে। থাকতে পারে ওয়াই-ফাই ফিচারের সুবিধাও। এই ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৯,৯৯৯ টাকা। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এই দাবি জানিয়েছেন।
-
রিয়েলমি ৮এস ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, ভারতে রিয়েলমি ৮এস ফোন ভারতে লঞ্চ হতে পারে ১৫,৯৯০ টাকায়।
-
রিয়েলমি ৮আই ফোনের সম্ভাব্য দাম
টিপস্টার সুধাংশু আম্ভোরে টুইট করে জানিয়েছেন, ইউরোপে রিয়েলমি ৮আই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম হতে পারে EUR ১৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৩০০ টাকা। এছাড়া ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে EUR ২১৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,১০০ টাকা। ইউরোপে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের দামের মিল থাকতে পারে বলে দাবি করেছেন ওই টিপস্টার।
Published On - Sep 09,2021 12:24 PM