10 হাজারের কমে 5G স্মার্টফোন লঞ্চ করল Redmi, স্টোরেজ দিচ্ছে 128GB

Redmi 12 5G Price: এই প্রথমবারের মতো কোনও ফোনে Snapdragon Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Redmi 12 5G-এ 256 GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। অনেক কম দামেই নতুন ফোন দু'টিকে বাজারে আনা হয়েছে।

10 হাজারের কমে 5G স্মার্টফোন লঞ্চ করল Redmi, স্টোরেজ দিচ্ছে 128GB
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 1:17 PM

Redmi 12 4G Price: Redmi 12 সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। এর সিরিজে Redmi 12 4G এবং Redmi 12 5G আনা হয়েছে। Redmi 12 4G-তে MediaTek Helio G88 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর 6 GB পর্যন্ত RAM রয়েছে, সেখানে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর Redmi 12 5G-তে দেওয়া হয়েছে। ভারতে প্রথমবারের মতো Redmi 12 5G চালু করা হয়েছে। এছাড়া এই প্রথমবারের মতো কোনও ফোনে Snapdragon Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Redmi 12 5G-এ 256 GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। অনেক কম দামেই নতুন ফোন দু’টিকে বাজারে আনা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এতে আর কী-কী রয়েছে।

Redmi 12 4G ও Redmi 12 5G-এর দাম:

Redmi 12 4G দু’টি মডেলে (ভ্যারিয়েন্ট) বাজারে আনা হয়েছে। 4GB+128GB-এর দাম 9,999 টাকা। আর 6 GB RAM সহ 128 GB স্টোরেজের দাম 10,999 টাকা। এর মধ্যে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারও রয়েছেয Redmi 12 4G জেড ব্ল্যাক, মুনস্টোন সিলভার এবং প্যাস্টেল ব্লু রঙে কেনা যাবে।

আর Redmi 12 5G তিনটি ভ্যারিয়েন্টে আনা হয়েছে। 4GB+128GB-এর দাম 11,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজের দাম 13,499 টাকা এবং 256GB স্টোরেজ সহ 8GB RAM এর দাম 15,499 টাকা। দু’টি ফোনই 4 আগস্ট থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন যে কোনও স্টোর থেকে কিনে নিতে পারবেন।

Redmi 12 4G, Redmi 12 5G-এর স্পেসিফিকেশন:

উভয় ফোনেই 90Hz এর রিফ্রেশ রেট এবং 450 nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা সহ একটি 79-ইঞ্চি ফুল HD + ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে গরিলা গ্লাস রয়েছে এবং ফোনটিতে Android 13 ভিত্তিক MIUI 14 রয়েছে।

প্রথম ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্স 8 মেগাপিক্সেল এবং তৃতীয় লেন্স 2 মেগাপিক্সেল। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Redmi 12 5G-এর প্রাথমিক লেন্সগুলিও 50 মেগাপিক্সেলের এবং অন্য দুটি লেন্স 2-2 মেগাপিক্সেলের। এতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেলের এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেলের। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Redmi 12 5G-এর প্রাথমিক লেন্সগুলিও 50 মেগাপিক্সেলের এবং অন্য দু’টি লেন্স 2-2 মেগাপিক্সেলের। এতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেলের এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেলের। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Redmi 12 5G-এর প্রাথমিক লেন্সগুলিও 50 মেগাপিক্সেলের এবং অন্য দুটি লেন্স 2-2 মেগাপিক্সেলের। এতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

এছাড়াও রয়েছে 18W ফাস্ট চার্জিং। ফোনটিতে WiFi, GPS, Bluetooth v5.0, NFC এবং USB Type-C সহ একটি 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। উভয় ফোনেই সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং জল প্রতিরোধের জন্য IP53 রেটিং রয়েছে।