Redmi 13C নিয়ে জোর জল্পনা, শিগগিরই আসছে সস্তায় Xiaomi-র সবথেকে সেরা ফোন
edmi 13C 5G ফোনটি চালিত হবে একটি ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেটের সাহায্যে। অন্য দিকে Redmi 13C ও তার রিব্র্যান্ডেড ভার্সন POCO C65 ফোনে রয়েছে একটি হেলিও G85 প্রসেসর। সফটওয়্যার হিসেবে থাকতে পারে একটি Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিন। Redmi 13C 5G ও 4G দুটি ফোনেই থাকছে একই অপারেটিং সিস্টেম।
Redmi 13C ফোনটি নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। কবে লঞ্চ করা হবে ফোনটি, দাম কত হতে পারে, সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন REDMI ভক্তরা করছেন। সম্প্রতি বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, Redmi 13C এবং তার রিব্র্যান্ডেড ভার্সন POCO C65 নিয়ে কাজ করছে সংস্থাটি। রিব্র্যান্ডেড ভার্সন অর্থাৎ এই একই ফোন দুই দেশে দুই ভিন্ন নামে বিক্রি করা হতে পারে। তারপর থেকেই মডেল দুটি নিয়ে জল্পনা আরও জোরদার করে বাড়তে থাকে। সম্প্রতি একটি নতুন রিপোর্ট থেকে Redmi 13C 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য জানা গেল।
Redmi 13C 5G ও 4G
রিপোর্ট থেকে জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে Redmi 13C 5G ফোনটি চালিত হবে একটি ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেটের সাহায্যে। অন্য দিকে Redmi 13C ও তার রিব্র্যান্ডেড ভার্সন POCO C65 ফোনে রয়েছে একটি হেলিও G85 প্রসেসর। যদিও 5G ভ্যারিয়েন্টটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
তবে আরও বেশ কিছু লিক থেকে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য জানা গিয়েছে। টিয়ারড্রপ নচ ডিসপ্লে থাকছে, চার্জিংয়ের জন্য থাকছে USB-C পোর্ট এবং একটি 50MP প্রাইমারি ক্যামেরা। সফটওয়্যার হিসেবে থাকতে পারে একটি Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিন। Redmi 13C 5G ও 4G দুটি ফোনেই থাকছে একই অপারেটিং সিস্টেম।
Redmi 13C সিরিজ়ের কোডনেম
জানা গিয়েছে, Redmi 13C সিরিজ়ের 4G ফোনের কোডনেম ‘Gale’ এবং 5G ফোনটির কোডনেম ‘Air’। কিছু রিপোর্ট থেকে আবার জানা গিয়েছে, আলাদা করে এই সিরিজ়ে কোনও POCO ভার্সন থাকছে না। একমাত্র রিব্র্যান্ডেড ভার্সন হিসেবেই POCO নামে আসতে পারে ফোন দুটির যে কোনও একটি।
এদিকে আবার টিপস্টার ক্যাসপার স্ক্রিজ়িপেক জানাচ্ছেন, এই REDMI ডিভাইসগুলিতে ডুয়াল কোডনেম রয়েছে। তিনি দাবি করেছেন, এদের মধ্যে Gale হল আসলে Gust ভ্যারিয়েন্ট এবং Air ফিচার করছে Atmos ভ্যারিয়েন্ট। এখন কোন দেশে কোন ভার্সন লঞ্চ করা হবে, সেই অনুযায়ী নির্ধারিত হবে তার মডেলের নাম। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, Redmi 13C এবং তার রিব্র্যান্ডেড ভার্সন POCO 65 অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বের বিভিন্ন মার্কেটে লঞ্চ করা হতে পারে।