74,990 টাকার Samsung Galaxy S20 FE মাত্র 15,949 টাকায়, Amazon-এ ফোন আপগ্রেড করার অনবদ্য সুযোগ
Galaxy S20 FE ফোনটি ক্রয় করতে চান? 74,990 টাকা দামের এই ফোন আপনি কিনতে পারবেন মাত্র 15,949 টাকায়। তবে হ্যাঁ, এই দামে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন এক্সচেঞ্জ অফারে। অর্থাৎ সব মিলিয়ে আপনি 59,041 টাকা সাশ্রয় করতে পারছেন।
Samsung Galaxy S20 FE ফোনের পরবর্তী প্রজন্ম এসে গেলেও এই মডেলটির জুড়ি মেলা ভার। বহু মানুষের আজও পছন্দের ফোন এটি। কিন্তু কেনার কথা ভাবতেও পারেন না অনেকে! তার কারণ ফোনের চড়া দাম! স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম 74,990 টাকা, যে দামে আপনি একটা বাইক কিনে ফেলতে পারেন। কিন্তু তারপরেও এই ফোনটি কেনার দিকে নজর অনেকের। স্যামসাং ভক্তরা অপেক্ষা করে বসে থাকেন, কবে এই ফোনের দাম কমবে বা কবে কোনও অফার মিলবে। আর সেই অফারই এবার হাজির হয়েছে তাঁদের জন্য, যাঁরা Galaxy S20 FE ফোনটি ক্রয় করতে চান। 74,990 টাকা দামের এই ফোন আপনি কিনতে পারবেন মাত্র 15,949 টাকায়। তবে হ্যাঁ, এই দামে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন এক্সচেঞ্জ অফারে। অর্থাৎ সব মিলিয়ে আপনি 59,041 টাকা সাশ্রয় করতে পারছেন।
Amazon-এ Samsung Galaxy S20 FE ফোনে ব্যাপক ছাড়
Samsung Galaxy S20 FE ফোনের 8GB + 128GB মডেলটির দাম 74,990 টাকা। তবে সীমিত সময়ের জন্য এই ফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। তার কারণ, এই বিপুল ছাড়ের অঙ্কটা নির্ভর করছে ফোনের স্টকের উপরে। প্রাথমিক ভাবে অ্যামাজ়নের মতো নামজাদা ই-কমার্স প্ল্যাটফর্ম আপনাকে ফোনটির উপরে 60% তথা 44,991 টাকার ছাড় দিচ্ছে। কোনও প্রকারের এক্সচেঞ্জ অফার ছাড়াই এই অফারটি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এক্সচেঞ্জ অফার ছাড়া Galaxy S20 FE ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 29,999 টাকা। এখন এর থেকেও বেশি ছাড় চাইলে আপনাকে এই প্রতিবেদনটি আরও একটু পড়তে হবে…
Exchange Offer-এ বাম্পার ডিসকাউন্ট
Samsung Galaxy S20 FE ফোনে এক্সচেঞ্জ অফারে 14,050 টাকা ছাড় দিচ্ছে অ্যামাজ়ন। তার জন্য আপনার দরকার এমন একটা স্মার্টফোন, যার পরিস্থিতি ভাল। কারণ, সব স্মার্টফোনে আপনি এই একই এক্সচেঞ্জ ভ্যালু পাবেন না। আর এই সমগ্র ছাড়ের মূল্যটাই নির্ভর করবে আপনি যে ফোনটা বদলাবেন, তার রিসেল ভ্যালুর উপরে। তাই, সমগ্র এক্সচেঞ্জ ভ্যালুর ফায়দা তুলতে আপনারও একটি দামি হ্যান্ডসেটের প্রয়োজন।
যদিও যে ফোনই আপনি বদলান না কেন, সামান্য হলেও এক্সচেঞ্জ অফারে ছাড় পেয়ে যাবেন। এখন কোনও ভাবে যদি একটা ভাল ফোন বদলে নিজেকে Samsung এর Galaxy S20 FE মডেলে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলেই বাঁচাতে পারবেন 59,049 টাকা। অর্থাৎ মাত্র 15,949 টাকায় এই ফো আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।