প্রথম ভারতীয় সংস্থা হিসেবে দেশে iPhone তৈরি করবে Tata, অ্যাপলের দামি ফোন কি সস্তা হবে?

Tata iPhone Deal: ভারতে উইস্ট্রন ফ্যাক্টরি অধিগ্রহণের জন্য টাটার চুক্তিটিও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, বেশ কয়েকটি প্রযুক্তি সংস্থা তাদের প্রিমিয়াম ডিভাইসগুলি অ্যাসেম্বল করার জন্য চিনের বাইরে নিজেদের পরিধি বিস্তার করতে চাইছে।

প্রথম ভারতীয় সংস্থা হিসেবে দেশে iPhone তৈরি করবে Tata, অ্যাপলের দামি ফোন কি সস্তা হবে?
ভারতে আইফোন তৈরি করবে টাটা গ্রুপ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 1:37 PM

প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে দেশে iPhone অ্যাসেম্বল করতে চলেছে Tata Group। বিগত বেশ কিছু মাস ধরে তাইওয়ানের উইস্ট্রন কর্পোরেশনের কর্ণাটক কারখানাটি অধিগ্রহণের কথা চলছে টাটা গ্রুপের। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, দুই সংস্থাই এই চুক্তির জন্য অনেকটা অগ্রসর হয়েছে। চলতি বছরের অগস্টে অধিগ্রহণটি সম্পন্ন হতে পারে বলে আগেই জানা গিয়েছিল। এখন সূত্র মারফত জানা গিয়েছে, অধিগ্রহণের এই বিষয়টি এবার চূড়ান্ত হয়েছে। আর তা যদি অতি শীঘ্রই সম্ভব হয় তাহলে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে ভারত। তার কারণ প্রধানমন্ত্রী অনেক দিন ধরেই মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের উপরে জোর দিচ্ছেন। কয়েক দিন আগেই নরেন্দ্র মোদী যখন মার্কিন সফরে গিয়েছিলেন, সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, কর্ণাটকের উইস্ট্রন ফ্যাক্টরির দাম 600 মিলিয়ন মার্কিন ডলার বা 4000 কোটি টাকা প্রায়। সেই ফেসিলিটিতে প্রায় 10,000 কর্মী চাকরি করেন। লেটেস্ট iPhone 14 সিরিজ়ের প্রত্যেকটি ফোনই অ্যাসেম্বল করা হয়েছে সেখানে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তাইওয়ানের ফোন নির্মাতাটি চলতি অর্থবছরেই 1.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের iPhone শিপ করার প্রতিশ্রুতি দিয়েছে।

টাটা-উইস্ট্রন চুক্তির সঙ্গে পরিচিত মানুষজন সংবাদমাধ্যম ব্লুমবার্গের কাছে দাবি করেছেন, 2024 সালের মার্চ মাস পর্যন্ত আর্থিক বর্ষে আইফোন নির্মাতার সাথে চুক্তিতে স্বাক্ষর করেছে। কারখানাটি আগামী বছরের মধ্যে প্ল্যান্টের কর্মী সংখ্যা তিনগুণ করার পরিকল্পনা করছে। টাটা এই চুক্তিগুলিকেই মেনে নিয়েছে। শুধুই iPhone 14 নয়। Apple ভারতে আরও অন্যান্য ফোনও তৈরি করে। তাইওয়ানের অন্যান্য সাপ্লায়াররা যেমন ফক্সকন টেকনোলজি গ্রুপ এবং পেগাট্রন কর্পোরেশনও iPhone 13, iPhone 12 এবং iPhone SE ভারতে অ্যাসেম্বল করে।

ভারতে উইস্ট্রন ফ্যাক্টরি অধিগ্রহণের জন্য টাটার চুক্তিটিও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, বেশ কয়েকটি প্রযুক্তি সংস্থা তাদের প্রিমিয়াম ডিভাইসগুলি অ্যাসেম্বল করার জন্য চিনের বাইরে নিজেদের পরিধি বিস্তার করতে চাইছে। Apple ইতিমধ্যেই পরবর্তী ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারতকে আলাদা করে মান্যতা দিয়েছে। গত মাসের একটি রিপোর্ট অনুযায়ী, 2025 সালের মধ্যে ভারতে আইফোন উৎপাদন ক্ষমতা 18 শতাংশ বৃদ্ধি পেতে পারে, যা 2023 সালে 7 শতাংশ থেকে বাড়তে চলেছে।

ভারতে এখন Samsung থেকে শুরু করে Xiaomi, হালফিলের Nothing Phone-ও তৈরি হচ্ছে। যদিও টাটা গ্রুপ ভারতে আইফোন তৈরি করলে, তার দাম আদৌ কম হবে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।