Vivo X80, X80 Pro Launch: ভারতে লঞ্চ হল ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো, দেখুন দাম ও ফিচার

Vivo X80 Series: ভিভো এক্স৮০ সিরিজের দুটো ফোন ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো ভারতে লঞ্চ হল। এই দুই ফোনের দাম ও ফিচারগুলো দেখে নিন।

Vivo X80, X80 Pro Launch: ভারতে লঞ্চ হল ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো, দেখুন দাম ও ফিচার
ভারতে ভিভো এক্স৮০ সিরিজের দুটো ফোন লঞ্চ হল।
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2022 | 2:55 PM

ভারতে লঞ্চ হল Vivo X80 এবং Vivo X80 Pro। এই দুই ফোন চিনে আগেই লঞ্চ হয়েছে। Vivo X70 সিরিজের ফোনে সাকসেসর হল Vivo X80 সিরিজের এই দুই ফোন। জানা গিয়েছে, Vivo X80 ফোনে রয়েছে একটি MediaTek Dimensity 9000 SoC। অন্যদিকে, Vivo X80 Pro ফোনে রয়েছে একটি Snapdragon 8 Gen 1 SoC। ভারতে Vivo X80 ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৫৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। Cosmic Black এবং Urban Blue, এই দুই রঙে পাওয়া যাবে Vivo X80 ফোন। এছাড়াও Vivo X80 Pro ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯,৯৯৯ টাকা। Cosmic Black রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী ২৫ মে থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর ও বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন দু’টি কেনা যাবে।

Vivo X80 Pro ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন

  • এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আর রয়েছে 2K resolution।
  • এই ফোনে একটি Snapdragon 8 Gen 1 SoC রয়েছে। ফোন পরিচালিত হবে Android 12-based OriginOS-এর সাহায্যে।
  • quad rear camera setup রয়েছে এই ফোনে। সেখানে ৫০ MP প্রাইমারি ক্যামেরা সেনসর, ৪৮ MP আলট্রা ওয়াইড শুটার, ১২ MP একটি সেনসর portrait lens-সহ এবং ৮ MP সেনসর periscope-shaped ultra-telephoto lens-সহ রয়েছে।
  • এই ফোনে একটি ৪৭০০ mAh battery এবং ৮০ ওয়াটের Flash Charge (ওয়্যারড ফাস্ট চার্জিং) এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।
  • এই ফোনে একটি IP68 রেটিং প্রাপ্ত dust and water resistance ডিভাইস। ফোনের ওজন ২১৯ গ্রাম। Wi-Fi 6, Bluetooth v5.2 সাপোর্ট রয়েছে এই ফোনে।

Vivo X80 ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন

  • এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির full-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এই ফোনে একটি MediaTek Dimensity 9000 SoC রয়েছে।
  • এছাড়াও এই ফোনে রয়েছে triple rear camera setup। সেখানে ৫০ MP প্রাইমারি ক্যামেরা সেনসর, ১২ MP আলট্রা ওয়াইড সেনসর এবং ১২ MP পোর্ট্রেট সেনসর রয়েছে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লেতে রয়েছে ৩২ MP সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে একটা ৪৫০০ mAh battery, ৮০ ওয়াটের Flash Charge ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ২০৬ গ্রাম। এই ফোনে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে। আর থাকছে Android 12 সাপোর্ট।