Vivo X80 Price Drop: 55 হাজারের Vivo X80 এখন আরও সস্তা, কিনে আনুন মাত্র 1880 টাকা দিয়ে

Vivo X80 Price: ফ্লিপকার্টে Vivo X80 সিরিজের উপর বিরাট ছাড় দেওয়া হচ্ছে। সমস্ত ডিসকাউন্ট অফারে আপনি ফোনটি মাত্র 1880 টাকায় কিনতে পারবেন।

Vivo X80 Price Drop: 55 হাজারের Vivo X80 এখন আরও সস্তা, কিনে আনুন মাত্র 1880 টাকা দিয়ে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 9:58 AM

Vivo X80 Series: সদ্য ভারতে Vivo X90 সিরিজ লঞ্চ করেছে। আর অনেকেই হয়তো জানেন নতুন একটি ফোন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে তার আগের ভার্সনের ফোনটির দাম কিছুটা কমে। সেই অনুযায়ীই Vivo X80 এই সিরিজটির দাম কমানো হল। আপনার যদি এই ফোনটি কেনার প্ল্যান করে থাকেন, তবে এই সুযোগটি আপনার জন্য সেরা। ফ্লিপকার্টে Vivo X80 সিরিজের উপর বিরাট ছাড় দেওয়া হচ্ছে। সমস্ত ডিসকাউন্ট অফারে আপনি ফোনটি মাত্র 28,749 টাকায় কিনতে পারবেন। তবে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের উপর আপনি কী-কী অফার পাবেন।

Vivo X80 সিরিজের দাম:

এই ফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা। তবে এটি 54,999 টাকায় ডিসকাউন্ট সহ কেনা যাবে। একই সময়ে, এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 64,999 টাকা। তবে আপনি ডিসকাউন্টে 61,799 টাকায় কিনতে পারবেন। আপনি এতে ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। SBI ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে 10 শতাংশের ইন্সট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও HDFC ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 3,500 টাকা ছাড় দেওয়া হবে। এখানোই শেষ নয়, ICICI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 3,500 টাকা ছাড় পাবেন। এতে আর কী ধরনের অফার পাবেন?

Vivo X80 সিরিজে আপনি ইএমআই (EMI)-এরও সুবিধা পাবেন। আপনি যদি এটি নো কস্ট ইএমআইতে কিনতে চান, তবে আপনাকে প্রতি মাসে 6,111 টাকা দিতে হবে। একই সময়ে, স্ট্যান্ডার্ড ইএমআই-তে ফোন কিনতে প্রতি মাসে 1,880 টাকা দিতে হবে।

যদি আপনার কাছে একটি পুরানো ফোন থাকে, তবে আপনি সেটিকে এক্সচেঞ্জ করেও এই নতুন ফোনটি কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফার হিসেবে আপনি 6,250 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকতে হবে। এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার পর আপনি এই ফোনটি 28,749 টাকায় কিনতে পারবেন।

এই Vivo X80 ফোনটি কেন কিনবেন?

ফোনটিতে 12 GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এছাড়াও এতে 256 GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 6.78-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 50MP এর। দ্বিতীয়টি 12MP এবং তৃতীয়টি 12MP-এর৷ ফোনটিতে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটিতে আপনি 4500 mAh ব্যাটারি পেয়ে যাবেন।