Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Camera Facts: প্রতি মুহূর্ত ফ্রেমবন্দি করছেন, মোবাইল ফোনের ক্যামেরা বাঁ দিকে থাকে কেন জানেন?

Unknown Facts On Mobile Camera: মোবাইলের ফোনের ক্যামেরা কেন বাঁ দিকে থাকে জানেন? ফ্রন্ট ক্যামেরা হোক বা হোক সে ব্যাক ক্যামেরা, ফোনের ক্যামেরা বাঁ দিকে দেওয়ার পিছনে কী অর্থ, তা এখানে জেনে নিন।

Mobile Camera Facts: প্রতি মুহূর্ত ফ্রেমবন্দি করছেন, মোবাইল ফোনের ক্যামেরা বাঁ দিকে থাকে কেন জানেন?
মোবাইল ফোনের ক্যামেরা বাঁ দিকে থাকে কেন? প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 2:39 PM

Mobile Camera On Left: আধুনিক দুনিয়ায় মোবাইল ফোনের (Mobile Phone) প্রযুক্তি অত্যন্ত উন্নত। মানুষের জীবন আজ মোবাইল দ্বারা অনেকাংশেই প্রভাবিত। তাঁর পরবর্তী পদক্ষেপ, সে কীভাবে অন্যের সঙ্গে কমিউনিকেট করবে- মোবাইল ফোন ছাড়া দু’দণ্ড ভাবা দুষ্কর। নানাবিধ জরুরি কাজের পাশাপাশি মোবাইল ফোনই আমাদের বিনোদনেরও অন্যতম প্রধান ক্ষেত্র। আট থেকে আশি আজ সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, অনেকের কাছে অ্যাপলও। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, মোবাইল ফোনের ক্যামেরা কেন বাঁ দিকে থাকে? রোজ দেখছেন, প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখছেন, কিন্তু মোবাইলের ক্যামেরার বিষয়ে কখনও এই ভাবনার উদয় হয়েছে কি আপনার মনে? মোবাইল ফোনের ক্যামেরা কেন বাঁ দিকে থাকে?

অনেকেই হয়তো জানেন না বা কেউ জানলেও হয়তো বিষয়টা গভীরে গিয়ে ভাবেননি, মোবাইলের ফোনের ক্যামেরা কিন্তু অনেক দিন ধরে ডিভাইসের ঠিক মাঝখানে ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তিত হতে-হতে বাঁ দিকে চলে এসেছে। সর্বপ্রথম আইফোন এই বিপ্লব ঘটায়, ফোনের রিয়ার প্যানেলের একবারে বাঁ দিকে ক্যামেরা ইউনিট দেওয়ার ব্যবস্থাপনা করে। সেই শুরু। তারপর থেকে সব মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাই ডিভাইসের বাঁ দিকে ক্যামেরা ইউনিট রাখতে আরম্ভ করে।

মোবাইল ফোনের ক্যামেরা: বাঁ দিকে কেন থাকে

একটা বিষয় জেনে রাখা ভাল যে, ফোন কীভাবে তৈরি হয় এবং কেন ফোনের ক্যামেরা বাঁ দিকে থাকে, এই দুই বিষয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। খেয়াল করে দেখবেন, আপনি-আমি বা আমাদের মতো অনেকেই আমরা বাঁ হাতে মোবাইল ব্যবহার করি। এর পিছনে একটা মনস্তত্ত্ব তো অবশ্যই কাজ করে। তা হল, বাঁ দিক থেকে একটা ছবি তোলা বা ল্যান্ডস্কেপ মোড একটা গোটা সিনেমা দেখে ফেলার কাজটা বড়ই স্বস্তিদায়ক। এছাড়াও, আমরা যখন একটা ল্যান্ডস্কেপের ছবি তোলার জন্য ক্যামেরাটি রোটেট করি, তখন মোবাইল ক্যামেরাটি অটোমেটিক্যালি কিছুটা উঠে যায়। তাতে সেই দৃশ্যের ছবি তোলা কিছুটা সহজও হয়ে যায়। আর সেই কারণেই মোবাইলের ক্যামেরা থাকে তার বাম পাশে।

মোবাইল ফোনের ক্যামেরা: মিরর এফেক্ট

আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ফোনের সামনের ক্যামেরা দিয়ে তোলা ছবি সর্বদা উল্টে যায়। সহজ ভাবে বলতে গেলে, ছবিটি বাম থেকে ডানে বা ডান থেকে বামে ঘুরে যায়। উদাহরণস্বরূপ, আপনি বাঁ হতে ঘড়ি পড়ে থাকলে তা ডান হাতে দেখায়। আর এমনটা যখন হয়, তখন দেখবেন আপনার সেলফিতে লেখা নামটি প্রায়শই পিছনে প্রদর্শিত হয়। বেশির ভাগ মোবাইল ডিভাইসের ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা যায়। কিন্তু কেন এমনটা হয়?

মোবাইল ফোনের সেলফি ক্যামেরায় থাকে একটি মিরর এফেক্ট। এই বিশেষ এফেক্টের কারণেই বিষয়বস্তু উল্টে যায়, ঠিক যেমনটা আপনি আয়নার দিকে তাকালে হয়ে থাকে। সেই কারণেই যাঁরা সেলফি তোলেন, তাঁরা সরাসরি ক্যামেরার দিকে তাকান।