এবার Mix Fold 2 ফোল্ডেবল ফোন নিয়ে এল Xiaomi, দুই ভিন্ন সাইজ়ের স্ক্রিন, দাম কত?

Xiaomi Mix Fold 2 Price And Specifications: দ্বিতীয় ফোল্ডেবল ফোনটি লঞ্চ করে দিল শাওমি। সেই শাওমি মিক্স ফোল্ড টু স্মার্টফোনের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নিন।

এবার Mix Fold 2 ফোল্ডেবল ফোন নিয়ে এল Xiaomi, দুই ভিন্ন সাইজ়ের স্ক্রিন, দাম কত?
শাওমির দ্বিতীয় ফোল্ডেবল ফোনটি এসে গেল!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2022 | 7:13 PM

গ্লোবাল মার্কেটে একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল শাওমি, যার নাম Xiaomi Mix Fold 2। গত কাল স্যামসাং যেন Galaxy Fold 4 ফোনটি লঞ্চ করেছিল, তার সঙ্গে জোরদার টক্কর দিতে পারে এই নতুন শাওমি মিক্স ফোল্ড টু। 1,799 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 1,43,000 লেটেস্ট ফোল্ডেবল ফোনটি লঞ্চ করেছে শাওমি। প্রসঙ্গত, ফোল্ডেবল ফোনের মার্কেটে এই মুহূর্তে স্যামসাং ছাড়া আর কারও দাপট নেই। সেই বাজারেই সামান্য হলেও ছাপ ফেলতে শাওমি তার দ্বিতীয় ফোল্ডেবল ফোনটি নিয়ে হাজির হয়ে গেল। নতুন ফোনের ক্যামেরা টিউনিংয়ের কাজটি করেছে জার্মান ক্যামেরা-মেকার লেইকা।

Xiaomi Mix Fold 2: ফিচার, স্পেসিফিকেশন

শাওমির নতুন মিক্স ফোল্ড টু ফোনে স্যামসাং-এর Eco2 ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। সংস্থার দাবি, এই ব্যাটারি 25% কম ব্যাটারি খরচ করায়। প্যানেলটির রিফ্রেশ রেট 120Hz, পিক ব্রাইটনেস 1300 নিটস, ডিলবি ভিসন এবং DCI-P3 কালার গ্যামুট সাপোর্ট করে। এতে স্যামসাংয়ের AMOLED E5 স্ক্রিন দেওয়া হয়েছে, যা 2K রেজ়োলিউশন অপারেট করে। ফোনটি যখনই খোলা হবে তখনই দেখতে পাবেন একটি 8.02 ইঞ্চি সাইজ়ের স্ক্রিন, আবার যখন ফোল্ড করবেন তখন একটি 6.56 ইঞ্চির প্যানেল নজরে আসবে। এই স্ক্রিনটি কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোল্ডেবল ফোনটি চালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত র‌্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম। অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং এক্স-অ্যাক্সিস হ্যাপটিক মোটর।

একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে শাওমির নতুন ফোল্ডেবল ফোনটিতে। একটি 50MP Sony IMX766 সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি টেলিফটো ক্যামেরা, যা 2X অপ্টিক্যাল জ়ুম সাপোর্ট করে। এই ফোন ক্রয় করলে ব্যবহারকারীরা 8K ভিডিয়োও রেকর্ডও করতে পারবেন।

Xiaomi Mix Fold 2: দাম

শাওমির এই Mix Fold 2 ফোল্ডেবল ফোনটি লঞ্চ করা হয়েছে CNY 8,999 বা ভারতীয় মুদ্রায় প্রায় 1,06,200 টাকা দামে। এই দাম ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের। আরও দুটি স্টোরেজ মডেলে ফোনটি পাওয়া যাবে। 12GB + 512GB এবং 12GB + 1TB মডেল দুটির দাম যথাক্রমে CNY 9,999 (1,18,000 টাকা) এবং CNY 11,999 (1,41,700 টাকা)।