Amazon Sale: জলের দরে ফোন আপগ্রেড করার সুযোগ অ্যামাজ়নে! ওয়ানপ্লাস, স্যামসাং, শাওমি, কী নেই…

Smartphone Upgrade Days Sale: গত 11 অগস্ট থেকে অ্যামাজ়নে শুরু হয়েছে স্মার্টফোন আপগ্রেড ডেজ়। এই সেলে আপনি শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাংয়ের বিভিন্ন ফোনে পেয়ে যাবে এক্সচেঞ্জ, নো কস্ট EMI, ব্যাঙ্ক অফার মিলিয়ে নানাবিধ আকর্ষণীয় ছাড়।

Amazon Sale: জলের দরে ফোন আপগ্রেড করার সুযোগ অ্যামাজ়নে! ওয়ানপ্লাস, স্যামসাং, শাওমি, কী নেই...
হাতে আর মাত্র এক দিন রয়েছে, তাই জলদি করুন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 4:45 PM

আপনার পুরনো স্মার্টফোন বদলানোর সুযোগ দিচ্ছে অ্যামাজ়ন (Amazon) তার স্মার্টফোন আপগ্রেড ডেজ় সেলে (Smartphone Upgrade Days Sale)। নিত্যনতুন স্মার্টফোন ও তার অ্যাক্সেসারিজ়ের অফারের (Smartphone Offers) বিপুল ডালি সাজানো হয়েছে সেই সেলে। ওয়ানপ্লাস থেকে শুরু করে শাওমি, স্যামসাংয়ের বিভিন্ন হ্যান্ডসেটে মিলবে 40% ছাড়। তালিকায় সদ্য লঞ্চ হওয়া OnePlus 10T 5G, 9T 5G থেকে শুরু করে Samsung M13 সিরিজ়-সহ বিভিন্ন ফোন উপলব্ধ করা হয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারে। ইতিমধ্যেই এই সেল শুরু হয়ে গিয়েছে, যা লাইভ থাকবে 14 অগস্ট, 2022 পর্যন্ত।

ওয়ানপ্লাস স্মার্টফোনে অফার

* আপগ্রেড সেলে আকর্ষণীয় ছাড় এবং EMI অপশন থাকছে বিভিন্ন ওয়ানপ্লাস মডেলে। OnePlus 9 Series 5G এই সেলে মিলবে 37,999 টাকা দামে, যার সঙ্গে রয়েছে 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারও। * OnePlus 10R ফোনে থাকছে 4,000 টাকা ছাড় ও তার সঙ্গে 6 মাসের নো কস্ট EMI অফার এবং এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফার মিলিয়ে আরও 3,000 টাকা ছাড়। * OnePlus 10 Pro 5G মডেলে ফ্ল্যাট 5,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। * লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10T-তে থাকছে 5,000 টাকা ছাড় ও তার সঙ্গে অতিরিক্ত 5,000 টাকা এক্সচেঞ্জ অফার। * নো কস্ট EMI অফার উপলব্ধ করা হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিরিজ়ের দুই ফোনে। তাতে করে OnePlus Nord CE 2 Lite 5G ফোনটি এই সেলে পাওয়া যাবে 18,999 টাকা দামে এবং OnePlus Nord CE 2 5G ফোনটি পাওয়া যাবে 23,999 টাকা দামে।

স্যামসাং স্মার্টফোনে অফার

* অ্যামাজ়নের আপগ্রেড ডেজ় সেলে Samsung M সিরিজ় রেঞ্জের প্রায় সমস্ত ফোনেই মিলছে দুর্ধর্ষ অফার। তাদের মধ্যে টপ-রেটেড স্মার্টফোনে থাকছে 30% পর্যন্ত ছাড়। * 5,000 টাকা ছাড় মিলবে Samsung Galaxy M53 5G ফোনে। আবার ফ্ল্যাট 5,000 টাকা ছাড় মিলবে Samsung Galaxy M52 ফোনে। * কাস্টমাররা অতিরিক্ত ডিসকাউন্ট ও তার সঙ্গে ব্যাঙ্ক অফার মিলিয়ে সেলে আরও আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন Samsung M সিরিজ়ের এই সব ফোনগুলি।

শাওমি স্মার্টফোনে অফার

* স্মার্টফোন আপগ্রেড ডেজ় সেলে শাওমির বিভিন্ন ফোন মিলবে 40% পর্যন্ত ছাড়ে। Redmi 9 সিরিজ়ের ফোন এই সেলে পাওয়া যাবে মাত্র 6,999 টাকায়। * অন্যদিকে Redmi Note 10 সিরিজ়ের সমস্ত ফোন যেমন Redmi Note 10T 5G, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max এবং * Redmi Note 10S পাওয়া যাবে 10,999 টাকা দামে। তার সঙ্গে আবার থাকবে অতিরিক্ত ছাড় হিসেবে ব্যাঙ্কের অফারও। * সদ্য লঞ্চ হওয়া Redmi K50i 5G ফোনটি এই সেলে 25,999 টাকা দামে পাওয়া যাবে। তার সঙ্গে থাকবে এক্সচেঞ্জ অফার, ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট-সহ আরও অফার। পাশাপাশি নো কস্ট EMI অফার হিসেবে থাকছে 5,000 টাকা ছাড়। * Xiaomi 11 lite এবং Xiaomi 11T Pro ফোন দুটি এই সেলে যথাক্রমে 24,999 টাকা এবং 37,999 টাকা দামে পাওয়া যাবে। এই দুই ফোনের সঙ্গে থাকছে 6,000 টাকার বেনিফিটস, যাতে এক্সচেঞ্জ অফার এবং ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে।

ব্যাঙ্ক অফার

আরবিএল, ব্যাঙ্ক অফ বরোদা এবং এইউ ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে কাস্টমাররা অতিরিক্ত 10% ছাড় পেয়ে যাবেন। পাশাপাশি তাঁরা আকর্ষণীয় এক্সচেঞ্জ অপারও পেয়ে যাবেন। বিভিন্ন পছন্দসই স্মার্টফোনে থাকছে 12 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার।